দৈনিক আজকের ভোলার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » দৈনিক আজকের ভোলার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



 ---

মোঃ বেল্লাল নাফিজ।।

ভোলার অন্যতম পাঠকপ্রিয় দ্বীপজেলার প্রথম দৈনিক পত্রিকা দৈনিক আজকের ভোলা’র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্রিকাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় ‘ভোলা জেলা ইতিহাসের লেখক’ ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট সাহাদাত শাহিনসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা।

সভায় পত্রিকার সার্বিক কার্যক্রম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড, সংবাদ পরিবেশনার নৈতিকতা ও প্রতিনিধিদের পেশাগত দিকনির্দেশনা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে উপস্থিত সংবাদকর্মীদের অভিনন্দন জানানো হয় এবং আগামী দিনের সংবাদ সংগ্রহে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।

---

সভায় বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন বলেন, “দৈনিক আজকের ভোলা শুধু একটি পত্রিকা নয়, এটি ভোলার মানুষের কণ্ঠস্বর। আমরা চাই, আমাদের প্রত্যেক প্রতিনিধি সত্য ও সাহসিকতার সঙ্গে কাজ করুক। কোনো ধরনের গুজব, পক্ষপাত বা অতিরঞ্জিত তথ্য যেন আমাদের পত্রিকায় স্থান না পায়—এটা আমরা সবসময় গুরুত্বের সঙ্গে দেখছি।”

---

নির্বাহী সম্পাদক অ্যাড. সাহাদাত শাহিন বলেন, একটি সংবাদপত্রের প্রাণ হচ্ছে এর প্রতিনিধিরা। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত সঠিক তথ্য সংগ্রহ ও জনগণের কথা তুলে ধরতে হলে আমাদের সবাইকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।”

---

সভায় প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে স্থানীয় সমস্যা, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা এবং ডিজিটাল মিডিয়ার গুরুত্ব ও চ্যালেঞ্জও।

সভা শেষে আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করতে একাধিক পরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়। পাশাপাশি সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে প্রতিনিধিদের প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:২২:৩৯   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজন আটক, চারটি ড্রেজার জব্দ
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল-পলিথিন-সিগারেট জব্দ
সাকিবের এমপি হওয়া ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে: আমিনুল হক
মাছ ধরা নৌকাগুলোকে গভীর সাগরে যেতে মানা
মেঘনা-তেঁতুলিয়ায় ভরা মৌসুমেও কাংখিত ইলিশের দেখা নেই
তজুমদ্দিনে নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার
গণধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিল
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: হাসপাতাল যেন ময়লার ভাগাড়
দৈনিক আজকের ভোলার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচী পালন



আর্কাইভ