
মোঃ বেল্লাল নাফিজ।।
ভোলার অন্যতম পাঠকপ্রিয় দ্বীপজেলার প্রথম দৈনিক পত্রিকা দৈনিক আজকের ভোলা’র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্রিকাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ‘ভোলা জেলা ইতিহাসের লেখক’ ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট সাহাদাত শাহিনসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা।
সভায় পত্রিকার সার্বিক কার্যক্রম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড, সংবাদ পরিবেশনার নৈতিকতা ও প্রতিনিধিদের পেশাগত দিকনির্দেশনা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে উপস্থিত সংবাদকর্মীদের অভিনন্দন জানানো হয় এবং আগামী দিনের সংবাদ সংগ্রহে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন বলেন, “দৈনিক আজকের ভোলা শুধু একটি পত্রিকা নয়, এটি ভোলার মানুষের কণ্ঠস্বর। আমরা চাই, আমাদের প্রত্যেক প্রতিনিধি সত্য ও সাহসিকতার সঙ্গে কাজ করুক। কোনো ধরনের গুজব, পক্ষপাত বা অতিরঞ্জিত তথ্য যেন আমাদের পত্রিকায় স্থান না পায়—এটা আমরা সবসময় গুরুত্বের সঙ্গে দেখছি।”

নির্বাহী সম্পাদক অ্যাড. সাহাদাত শাহিন বলেন, একটি সংবাদপত্রের প্রাণ হচ্ছে এর প্রতিনিধিরা। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত সঠিক তথ্য সংগ্রহ ও জনগণের কথা তুলে ধরতে হলে আমাদের সবাইকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।”

সভায় প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে স্থানীয় সমস্যা, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা এবং ডিজিটাল মিডিয়ার গুরুত্ব ও চ্যালেঞ্জও।
সভা শেষে আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করতে একাধিক পরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়। পাশাপাশি সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে প্রতিনিধিদের প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩:২২:৩৯ ৩০১ বার পঠিত