
প্রেস বিজ্ঞপ্তি ॥
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় ভোলা জেলা বিএনপি কার্যালয়ে রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হবে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ভোলা জেলার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ড্যাব এর ঢাকা থেকে আগত এবং ভোলা জেলা ড্যাব এর নেতৃবৃন্দ রক্তদান কর্মসূচী যৌথভাবে পরিচালনা করবে। ভোলা জেলা বিএনপি রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন। রক্তদানে আগ্রহী ছাত্র-যুবব নেতৃবৃন্দকে কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য অনিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২:৪৪:০৫ ৭০ বার পঠিত