মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে জালের গোডাউনে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে গোডাউনে দায়িত্বে থাকা ম্যানেজারের বিরুদ্ধে। স্থানীয়দের নেতাদের চাপে মামালা না করে শালিসের এর মাধ্যমে ২০ টাকায় সমাধানের অভিযোগ ভুক্তভোগী ওই শিক্ষার্থী পরিবারের।
ঘটনাটি গত শনিবার (২৮ জুন) রাত ৯টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজারের ব্যবসায়ী হাসানের জালের গোডাউনে এই ঘটনা ঘটে।
বুধবার (২ জুলাই) ঘটনা জানিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা অভিযোগ করেন, ওই রাতেই (বুধবার) স্থানীয় জামায়াত-বিএনপির নেতাদের চাপে তারা শালিসি বৈঠকে উপস্থিত হন। শালিসে অভিযুক্ত গোডাউনের ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিসের মাধ্যমে সমাধানের বিষয়টি স্বীকার করেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজ কাজি।
অভিযুক্ত ব্যক্তি হলেন, মাষ্টারহাট বাজার ব্যবসায়ী হাসানের জালের গোডাউনের ম্যানেজার ও তার চাচাতো ভাই মোঃ ইলিয়াস। তিনি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট এলাকার বাসিন্দা।
ওই ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে ওই ছাত্র বিকাশে পাঠানো টাকা তুলেতে মাষ্টারহাট বাজারে যায়। পরে টাকা তুলে বাসায় ফেরার সময় ইলিয়াস তাকে জোরপূর্বক গোডাউনে নিয়ে বলাৎকার করে।
ভুক্তভোগী ছাত্রের মা জানান, মামলা করতে চাইলে এলাকার প্রভাবশালীরা ভয়ভীতি ও চাপ প্রয়োগ করেন। তবে তিনি কারও নাম বলতে রাজি হননি। তবে তারা স্থানীয় জামায়াত-বিএনপির প্রভাবশালী নেতা বলে জানান তিনি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, এখনও থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২:৩৮:৩৬ ৫২ বার পঠিত