
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার মো. ফাহিম নামে এক কিশোরের চুরি হওয়া অটোরিকশাটি অবশেষে উদ্ধার হয়েছে। থানা পুলিশ ও জেলা ডিবির তৎপরতায় অটোরিকশাটি উদ্ধার করা হয়। নিজের আয়ের একমাত্র সম্বলটি ফিরে পেয়ে এখন উচ্ছ্বসিত কিশোর মো. ফাহিম। মো. ফাহিম ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের তালতলা বাজার এলাকার আব্দুল মতিন হাজী বাড়ির মো. রুহুল আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ওই কিশোর খুবই অসহায়। যার জন্য অটোরিকশা চালিয়ে আয় করে তা দিয়ে মাকে নিয়ে কোনো রকমে সংসার চালাতো। তবে একটি চক্র সুকৌশলে গত জুন মাসের মাঝামাঝি সময় লালমোহন পৌরসভা ভবনের সামনে থেকে সেই অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। এরপর আমাদের থানায় একটি জিডি করা হয়। তারপর থেকে আমরা অটোরিকশাটি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। বিষয়টি জানানো হয় জেলা ডিবির কর্মকর্তাদেরও। তারা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ভোলা পৌরশহরের পানবাজার এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করেন। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের সদস্য। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি আরো বলেন, অটোরিকশা উদ্ধার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার ওই কিশোরকে আমরা সেখানে পাঠিয়েছি। স্বজনদের নিয়ে ডিবি কার্যালয়ে গিয়ে উদ্ধার হওয়া অটোরিকশাটি নিজের বলে নিশ্চিত করে কিশোর ফাহিম। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে অটোরিকশাটি তার কাছে হস্তান্তর করা হবে।
এদিকে নিজের অটোরিকশা ফিরে পেয়ে উচ্ছ্বসিত কিশোর মো. ফাহিম। সে জানায়, এই অটোরিকশা দিয়ে কিছু টাকা আয় করে মাকে নিয়ে কোনো রকমে সংসার চালাতাম। তবে আমার সঙ্গে প্রতারণা করে যাত্রী সেজে অটোরিকশাটি কয়েকদিন আগে চুরি করে দুই ব্যক্তি। এরপর থানায় জিডি করার পাশাপাশি নিজেও বহু জায়গায় অটোরিকশাটি খুঁজেছি। অবশেষে মঙ্গলবার সকালে থানা থেকে জানানো হয় আমার অটোরিকশাটি পাওয়া গেছে ভোলা সদরে। পরে লালমোহন থানার ওসি স্যারের সহযোগিতায় ভোলা ডিবি কার্যালয়ে গিয়ে নিজের অটোরিকশাটি আবার দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে, মনে প্রশান্তি মিলেছে। আমার আয়ের একমাত্র অটোরিকশাটি উদ্ধার করে দেয়ায় সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাংলাদেশ সময়: ১:৪৯:৫৬ ৫৯ বার পঠিত