ভোলায় জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ৪

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ৪
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলায় চারজন জেলে আহত হয়েছেন। আহতরা হলেন, মো. জসিম মাঝি (৩৫), মো. নাঈম (২০), মো. আনোয়ার (৩২) ও মো. আব্দুল মান্নান (২০)। তারা সবাই উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার বাসিন্দা। আহত জেলেদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাঝের চর এলাকার মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

আহত জসিম মাঝি জানান, রাত সাড়ে ১০টার দিকে তার ও শাহাবুদ্দিন মাঝির দুইটি মাছ ধরার ট্রলার মেঘনা নদীতে মাছ শিকারে যায়। তারা কাচিয়া মাঝের চর ও মদনপুরের মাঝামাঝি মেঘনা নদীতে জাল ফেলেন। জাল টেনে তোলার শেষের দিকে দুইটি ট্রলারে করে ১০-১২ জন জলদস্যু এসে তাদের ট্রলারে হামলা চালায়।

এ সময় ট্রলারে থাকা জেলেদের মধ্যে চারজন ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। ট্রলারে থাকা বাকি চার জেলেকে জলদস্যুরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় জেলেদের কাছে থাকা তিনটি মোবাইল ও ট্রলারে থাকা মাছ এবং জাল নিয়ে যায়। জলদস্যুরা চলে যাওয়ার পর নদীতে থাকা অন্য জেলেরা আহত ও নদী ঝাঁপিয়ে পড়া জেলেদের উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে আব্দুল মান্নান নামের এক জেলের চোখে কোপ লেগে গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন জানান, রাতে বিষয়টি তাদের কেউ জানায়নি। সকালে খবর পেয়ে ঘটনা জানার জন্য আহত জেলের কাছে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৯:৫৮   ৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজন আটক, চারটি ড্রেজার জব্দ
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল-পলিথিন-সিগারেট জব্দ
তজুমদ্দিনে নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার
তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ ছাত্রদল-শ্রমিক দলের তিন নেতা বহিষ্কার, গ্রেপ্তার-১, মির্জা ফখরুলের নিন্দা
ভোলায় প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণা করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
মনপুরায় জালের গোডাউনে এক ছাত্রকে বলাৎকার
তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে নির্যাতন ও স্ত্রীকে গণধর্ষণ মামলা দায়ের, আটক-১
ভোলায় জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ৪
ভোলায় ফিল্ম স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩
নিষেধাজ্ঞা অমান্য: মেঘনার ডেঞ্জার জোনে চলছে নিষিদ্ধ নৌযান



আর্কাইভ