
বিশেষ প্রতিনিধি ॥
ভোলার দৌলতখান উপজেলা ভূমি অফিসের নাজির মো. আনোয়ার হোসেন ও পেশকার আবদুল খালেকের বিরুদ্ধে ‘ঘুসের হাট, ভূমি অফিস’ ভিডিও ভাইরাল শিরোনামে দৈনিক আজকের ভোলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩০ জুন) ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে দুজনকে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত করতে জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার লাভলী ইয়াসমিনকে নির্দেশ প্রদান করেন।
আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মচারীরা ৩০ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় ৩০ জুন দুপুরে অবশ্যিকভাবে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
এর আগে গত ২৭ জুন বহুল প্রচারিত দৈনিক আজকের ভোলা ‘ঘুসের হাট, ভূমি অফিস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার লাভলী ইয়াসমিন জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে আনোয়ার ও আবদুল খালেকের বিরুদ্ধে ঘুস বাণিজ্যের বিষয়টি তদন্তের জন্য তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আগামী ১ জুলাই সরেজমিন দৌলতখান উপজেলা ভূমি অফিসে তদন্তের জন্য যাবেন। তদন্ত শেষ হলে লিখিত প্রতিবেদন দাখিল করা হবে।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ঘুস বাণিজ্যের অভিযোগ ওঠায় তাদের তাৎক্ষণিক মনপুরায় বদলি করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০:০৩:৪০ ১৩১ বার পঠিত