
স্টাফ রিপোর্টার ॥
চাঁদার টাকা না দেওয়ায় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক স্বামীকে বেঁধে তার স্ত্রীকে সংঘবদ্ধ গণধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনের নেতৃত্বে। ভুক্তভোগী নারী জানান, ‘ভাই’ বলে কেঁদে কেঁদে আত্মরক্ষা চাইলেও থামেনি ধর্ষকেরা, পায়ে ধরে কান্নাকাটি করলেও ধর্ষকদের হাত থেকে রক্ষা হয়নি ভুক্তভোগী ওই নারীর। অভিযুক্ত ফরিদউদ্দিন উপজেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংগঠনিক পদটি নিশ্চিত করছেন উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন।
ভুক্তভোগী দম্পতির অভিযোগ থেকে জানা যায়, শনিবার (২৯শে জুন) রাতে স্বামীকে বাসায় ডেকে নেয় তার ছোট স্ত্রী, এসময় আগে থেকে ওৎ পেতে থাকা উপজেলা শ্রমিকদল নেতা ফরিদউদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিন ওই ভুক্তভোগীর স্বামীকে আটকিয়ে নির্যাতন করে চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তার বড় স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়।
পরবর্তীতে রবিবার সকালে বড় স্ত্রী ঘটনাস্থলে গেলে স্বামীকে ছাড়িয়ে নিতে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অসম্মতি জানালে ফের স্বামীকে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
এসময় ওই ভুক্তভোগীর বক্তব্যে বলেন, আনুমানিক দুপুর ১২টার দিকে স্বামীকে অন্য যায়গায় আটকিয়ে তাকে সংঘবদ্ধ ফরিদউদ্দিন ও আলাউদ্দিন পালাক্রমে ধর্ষণ করেন। এসময় তাদেরকে বাবা ও ভাই ডেকে হাতে পায়ে ধরেও শেষ রক্ষা পায়নি ভুক্তভোগী এই নারী।
ধর্ষণ শেষে স্বামী স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্তরা। পরবর্তীতে রবিবার সন্ধ্যায় ধর্ষণের স্বীকার হওয়া নারী দুইবার আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির আশে পাশের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় মুচিবাড়িরকোনা বাজারে এনে সবাইকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুরো ঘটনার বিবরণ জানালে রাতের দিকে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এবিষয়ে তজুমদ্দিন উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন জানান, তিনি তার ব্যক্তিগত কাজে উপজেলার বাহিরে রয়েছেন। তিনি ঘটনাটি শোনে বিভিন্নভাবে তথ্য নিচ্ছেন যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্ত ফরিদউদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবেন। এছাড়াও তিনি জানান, ধর্ষকের কোন দল নেই তিনি যেই দলেরই হোক দেশের আইনানুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এই বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আজকে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১:৩০:৩৬ ২১৯ বার পঠিত