বোরহানউদ্দিনে ‘জোরপূর্বক উচ্ছেদ ও ঘর ভাঙচুরের অভিযোগ’

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ‘জোরপূর্বক উচ্ছেদ ও ঘর ভাঙচুরের অভিযোগ’
রবিবার, ২৯ জুন ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ২নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে এনায়েতুল ইসলাম গংদের বিরুদ্ধে।

ভুক্তভোগী মোঃ জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, আমার স্ত্রী ফারহানা ফেরদৌস টিনা পৌর ২ নং ওয়ার্ডের বড় মানিকা মৌজায় জে এল ১৬ এসএ খতিয়ান নং৫৭৯ এ ৩৩ শতাংশ জমির ক্রয় সুত্রে মালিক। আমরা জমিতে একটি ঘর করি এবং জমিতে বসবাস করে আসছি। জমিটির মালিকানা দাবি করে এনায়েতুল ইসলাম,বিবি মরিয়ম, সুরাইয়া আক্তার, ও মহিউদ্দিন বুধবার ২৫ জুন দিবাগত রাতে একদল লোক নিয়ে এসে বাড়িঘর ভাঙচুর করে ও দখল চেষ্টা করেন।

এ বিষয়ে ফারহানা ফেরদৌস টিনা জানান,এ জমি আমার নামে আমার বাবা কিছু জমি তাদের কাছে অনেক আগে বিক্রি করে। সেই সুবাদে তারা পুরো জমি দখল করে আছে। আমি কাগজ পত্র পর্যালোচনা করে দেখি জমি আমার নামে তখন আমি মামলা করি। আদালতে মামলা চলমান। জমিতে আমি ঘর করি তারা হতাৎ এসে আমার ঘর জোরপূর্বক উচ্ছেদ ও বাড়িঘর ভাঙচুর করে নিয়ে যায়। ঘরের মুল্য আনুমানিক ৬৫০০০ টাকা। ঘরের মধ্যে থাকা মালামালের মুল্য ৫৫০০০ টাকা। আমরা এ নেককারজনক ঘটনার বিচার চাই।

অন্যদিকে এনায়েতুল ইসলামের মা বিবি মরিয়ম বেগম বলেন, ‘পুরো জমি আমাদের নামে রেকর্ডভুক্ত। এটা ছিল নর্দমায় ভরা ডোবা আমরা বালু দিয়ে ভরে প্রায় ২০ জন থেকে জমি বিক্রি করেছি। যারা জমি নিয়েছেন তারা কাগজপত্র পর্যালোচনা করে নিয়েছেন। আমি হজ্ব করতে গিয়েছি এর মধ্যে তারা ঘর উত্তোলন করে। তারা জমি দাবী করছে আমরা বসে লোকজন নিয়ে সমাধান করবো। যদি কাগজে তারা পায় আমরা ছেড়ে দিবো।

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ ওসি সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ০:৫৪:১৩   ৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজন আটক, চারটি ড্রেজার জব্দ
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল-পলিথিন-সিগারেট জব্দ
তজুমদ্দিনে নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার
তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ ছাত্রদল-শ্রমিক দলের তিন নেতা বহিষ্কার, গ্রেপ্তার-১, মির্জা ফখরুলের নিন্দা
ভোলায় প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণা করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
মনপুরায় জালের গোডাউনে এক ছাত্রকে বলাৎকার
তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে নির্যাতন ও স্ত্রীকে গণধর্ষণ মামলা দায়ের, আটক-১
ভোলায় জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ৪
ভোলায় ফিল্ম স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩
নিষেধাজ্ঞা অমান্য: মেঘনার ডেঞ্জার জোনে চলছে নিষিদ্ধ নৌযান



আর্কাইভ