
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ২নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে এনায়েতুল ইসলাম গংদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোঃ জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, আমার স্ত্রী ফারহানা ফেরদৌস টিনা পৌর ২ নং ওয়ার্ডের বড় মানিকা মৌজায় জে এল ১৬ এসএ খতিয়ান নং৫৭৯ এ ৩৩ শতাংশ জমির ক্রয় সুত্রে মালিক। আমরা জমিতে একটি ঘর করি এবং জমিতে বসবাস করে আসছি। জমিটির মালিকানা দাবি করে এনায়েতুল ইসলাম,বিবি মরিয়ম, সুরাইয়া আক্তার, ও মহিউদ্দিন বুধবার ২৫ জুন দিবাগত রাতে একদল লোক নিয়ে এসে বাড়িঘর ভাঙচুর করে ও দখল চেষ্টা করেন।
এ বিষয়ে ফারহানা ফেরদৌস টিনা জানান,এ জমি আমার নামে আমার বাবা কিছু জমি তাদের কাছে অনেক আগে বিক্রি করে। সেই সুবাদে তারা পুরো জমি দখল করে আছে। আমি কাগজ পত্র পর্যালোচনা করে দেখি জমি আমার নামে তখন আমি মামলা করি। আদালতে মামলা চলমান। জমিতে আমি ঘর করি তারা হতাৎ এসে আমার ঘর জোরপূর্বক উচ্ছেদ ও বাড়িঘর ভাঙচুর করে নিয়ে যায়। ঘরের মুল্য আনুমানিক ৬৫০০০ টাকা। ঘরের মধ্যে থাকা মালামালের মুল্য ৫৫০০০ টাকা। আমরা এ নেককারজনক ঘটনার বিচার চাই।
অন্যদিকে এনায়েতুল ইসলামের মা বিবি মরিয়ম বেগম বলেন, ‘পুরো জমি আমাদের নামে রেকর্ডভুক্ত। এটা ছিল নর্দমায় ভরা ডোবা আমরা বালু দিয়ে ভরে প্রায় ২০ জন থেকে জমি বিক্রি করেছি। যারা জমি নিয়েছেন তারা কাগজপত্র পর্যালোচনা করে নিয়েছেন। আমি হজ্ব করতে গিয়েছি এর মধ্যে তারা ঘর উত্তোলন করে। তারা জমি দাবী করছে আমরা বসে লোকজন নিয়ে সমাধান করবো। যদি কাগজে তারা পায় আমরা ছেড়ে দিবো।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ ওসি সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ সময়: ০:৫৪:১৩ ৬০ বার পঠিত