টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে ভোলায় ক্রিকেট উৎসব

প্রচ্ছদ » খেলা » টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে ভোলায় ক্রিকেট উৎসব
বুধবার, ২৫ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল। বুধবার (২৫ জুন) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামের ইনডোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এই কার্নিভালের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন ও খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন ভোলা জেলা প্রশাসক মো আজাদ জাহান।

এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার ও ভোলা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য সচিব শাফাতুল ইসলাম, ভোলা জেলা বিসিবির জেলা কোচ নজরুল হুদা গোফরান, ভোলা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য বিপুল কুমার পাল, তালহা তালুকদার বাঁধন, মেহেরাব হোসেন অপি, আতিকুর রহমান, সাবেক ক্রিকেটার আশিক চৌধুরীসহ অন্যান্যরা।

দিনব্যাপী এই উৎসবে শিশু ক্রিকেটারদের উচ্ছ্বাস আর সাদা পোশাকের ক্রিকেটীয় প্রতিভায় মুখর ছিলো ইনডোর স্টেডিয়ামটি। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে আগত ক্ষুদে ক্রিকেটাররা ৬টি দলে বিভক্ত হয়ে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

এই ধরনের আয়োজনের অংশ নিতে পেরে দারুণ আনন্দিত ক্ষুদে ক্রিকেটাররা। বড় হয়ে বাংলাদেশ টেস্ট দলে খেলার স্বপ্নে বিভোর সাব্বির বলেন, ‘আমি বড় হয়ে জাতীয় দলে খেলতে চাই। আমার আইডল হলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। আমি তাদের মতো ক্রিকেটার হতে চাই।

টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন বলে জানান আয়োজকরা।

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভালসহ এর আয়োজনে করা হয়। এই আয়োজনকে ঘিরে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের মতে এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে জাতীয় দলের সম্ভাবনাময় তারকারা।

বাংলাদেশ সময়: ১৭:১০:১৭   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


সাকিবের এমপি হওয়া ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে: আমিনুল হক
টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তিতে ভোলায় ক্রিকেট উৎসব
বিসিবি প্রেসিডেন্ট এর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মনপুরার সন্তান সাখাওয়াত
ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তজুমদ্দিন চ্যাম্পিয়ান
ভোলায় বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ভোলায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
লালমোহনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জার্সি ও ট্রফি উন্মোচন
ভোলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ
ভোলায় মাসব্যাপী অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ



আর্কাইভ