ছাত্রদল নেত্রীর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ভোলা সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » অপরাধ » ছাত্রদল নেত্রীর মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ভোলা সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



---

আল আমিন ॥

ভোলায় এমভি কর্ণফূলী-৪ লঞ্চ থেকে লাফিয়ে মেঘনা নদীতে ডুবে মারা যাওয়া সুকন্যা আক্তার ই¯িপতার (২২) মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ই¯িপাতর মৃত্যুর সঠিক তদন্তের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল। মঙ্গলবার (২৪ জুন) সকালে ভোলার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে যায়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে একটি মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কলেজ ছাত্রদল নেতারা বলেন, এটি হত্যা না আতœহত্যা তা সঠিক তদন্তের মাধ্যমে বের করা হোক। ই¯িপতার সাথে কি ঘটেছিলো তা তদন্তের মাধ্যমে ¯পষ্ট করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন। কেন সে লঞ্চে গিয়েছিল? তার সাথে কি ঘটেছে? তার প্রকৃত কারন খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জোড় দাবী জানান তারা।

এর আগে, গতকাল ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করিম ছোটনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলায় হয়, ই¯িপতা ১৭ই জুন কর্ণফুলী-৪ লঞ্চযোগে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে নিখোঁজ হন তিনি। তার এই অকাল মৃত্যুতে ভোলা সরকারি কলেজ ছাত্রদল পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

এদিকে ই¯িপতার মৃত্যু নিয়ে জেলা জুড়ে চলছে তোলপাড়। গেল ১৭ জুন কর্ণফুলী-৪ লঞ্চে উঠা কেবিনটি জসিম নামের এক ব্যক্তির নামে বুকিং দেওয়া ছিলো। কে সেই ব্যক্তি? পুরুষ নামে বুকিং দেওয়া লঞ্চের কেবিনে ই¯িপতা কেনো গিয়েছিল? ঘটনার পিছনে কি রয়েছে জানতে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা।

তবে ই¯িপতার মৃত্যুর প্রকৃত কারন ও যদি ঘটনার সাথে কেউ জড়িত থাকে তাদের চিহ্নিত করে উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন পরিবার ও আতœীয় স্বজনসহ কলেজ বান্ধবীরা।

উল্লেখ, গেল ১৭ জনু ভোলা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া এমভি কর্নফুলী-৪ লঞ্চের তৃতীয় তলা থেকে লাফিয়ে নদীতে পড়ে আত্মহত্যা করেন ই¯িপতা। এরপর ২২ জুন লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেন লক্ষ্মীপুর নৌ- পুলিশ। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনকাজ স¤পূর্ণ করা হয়। পরে ভোলা সদর মডেল থানার পুলিশের মাধ্যমে লক্ষ্মীপুর নৌ পুলিশের সাথে যোগাযোগ করে মেয়ের লাশ শনাক্ত করেন ই¯িপতার বাবা। ঘটনার পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:১২   ৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজন আটক, চারটি ড্রেজার জব্দ
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল-পলিথিন-সিগারেট জব্দ
তজুমদ্দিনে নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার
তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ ছাত্রদল-শ্রমিক দলের তিন নেতা বহিষ্কার, গ্রেপ্তার-১, মির্জা ফখরুলের নিন্দা
ভোলায় প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণা করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
মনপুরায় জালের গোডাউনে এক ছাত্রকে বলাৎকার
তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে নির্যাতন ও স্ত্রীকে গণধর্ষণ মামলা দায়ের, আটক-১
ভোলায় জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ৪
ভোলায় ফিল্ম স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩
নিষেধাজ্ঞা অমান্য: মেঘনার ডেঞ্জার জোনে চলছে নিষিদ্ধ নৌযান



আর্কাইভ