সরকারী আব্দুল জব্বার কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি করল ছাত্র শিবির

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » সরকারী আব্দুল জব্বার কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি করল ছাত্র শিবির
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

“একটি হলেও বৃক্ষরোপন করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”  এই স্লোগানকে সামনে রেখে শিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আব্দুল জব্বার কলেজ ক্যাম্পাস শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

১৯জুন (বৃহস্পতিবার) সকাল দশটায় ভোলা জেলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ প্রাঙ্গণে মোঃ শামীম শরীফের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসাইন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগকে কলেজের অধ্যক্ষ হিসেবে ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

কলেজ পরিবারের পক্ষ থেকেও জানাচ্ছি সাধুবাদ ও অভিনন্দন। এ সময় বৃক্ষ রোপণের উপযুক্ত সময়, বিভিন্ন রকমের গাছের চারা দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়েছি।

---

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে।

তিনি আরও বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয়; বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের- মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।

১-লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে মাসব্যাপী এই বৃক্ষ রোপণ ও বিতরণের অংশে আজ কলেজের বিভিন্ন আঙ্গিনায় হরেক রকমের গাছ লাগানো হয়, পরে তারা প্রায় একশো সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলমূল সহ গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধিবৃন্দ-মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, জহির, সঞ্জিপ কুমার সরকার, নীল কমল, আমিনুল এহসান, ইয়াদ হোসেন স্যারসহ অনেকেই।

ছাত্র শিবিরের পৌরসভা সভাপতি মঈন বিন সাইফুল্লাহ, কলেজ সেক্রেটারী সিয়াম, অফিস সম্পাদক রেদওয়ান সিকদার, অর্থ সম্পাদক- মেহেদি হাসানসহ অন্যান্য য়িত্বশীলবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৩৫   ২০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে ৩১ জন মেধাবৃত্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নিষেধাজ্ঞা অমান্য: মেঘনার ডেঞ্জার জোনে চলছে নিষিদ্ধ নৌযান
বোরহানউদ্দিনে ‘জোরপূর্বক উচ্ছেদ ও ঘর ভাঙচুরের অভিযোগ’
সরকারী আব্দুল জব্বার কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি করল ছাত্র শিবির
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের মাথা ফাটিয়ে রক্তাক্ত করল ভাই
বোরহানউদ্দিনে গাড়ীর চাকা ব্লাস্টে মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
বোরহানউদ্দিনে বড় মানিকা কাশেমিয়া দাখিল মাদরাসার সুপারকে বিদায় সংবর্ধনা
ভোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বোরহানউদ্দিনে ওলামাদলের ঈদ শুভেচ্ছা বিনিময়
বোরহানউদ্দিনে যৌতুক না পেয়ে শিশুসন্তান’সহ গৃহবধূকে নির্মমভাবে পেটালো শশুর বাড়ীর লোকেরা



আর্কাইভ