কাটমুন্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান

প্রচ্ছদ » জাতীয় » কাটমুন্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার।।

মাতৃভাষায় সাংবাদিকতার সুরক্ষা ও বিকাশে অন্তর্ভুক্তিমূলক গণমাধ্যম নীতিমালা প্রণয়নের জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। দুই দিনব্যাপী ‘মাতৃভাষায় সাংবাদিকতা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে গৃহীত সাত দফা ঘোষণার মাধ্যমে ‘কাঠমান্ডু ডিক্লারেশনে’ এ আহ্বান জানানো হয়।

ঘোষণাপত্রে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের নীতিগত অঙ্গীকার ও রাষ্ট্রীয় সহায়তার ওপর জোর দেয়া হয়। স্থানীয় ও আদিবাসী ভাষাভিত্তিক গণমাধ্যমের বিকাশ ও টিকে থাকার জন্য বরাদ্দ বৃদ্ধি করার সুপারিশ করা হয়।

সম্প্রদায় ও গোষ্ঠীগত ভাষায় সাংবাদিকতাকে সাংস্কৃতিক সংরক্ষণ ও সামাজিক ন্যায়বিচারের হাতিয়ার হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়। এসব সম্প্রদায় যেন নিজেদের কথা বলার ও প্রাসঙ্গিক তথ্য পাওয়ার জন্য পর্যাপ্ত প্ল্যাটফর্ম পায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ন্যাশনাল ফোরাম অব নিউয়ার জার্নালিস্টস (এনএফএনজে)-এর উদ্যোগে এবং সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) ও ফেডারেশন অব নেপাল ইন্ডিজেনাস জার্নালিস্টস (ফনিজ)-এর সহায়তায় অনুষ্ঠিত এই সম্মেলনে সার্ক অঞ্চল থেকে আসা সাংবাদিকরা অংশ নেন।

সম্মেলনটি শুক্রবার উদ্বোধন করেন নেপালের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার দেবরাজ ঘিমিরে এবং শনিবার সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করেন মাধ্যপুর থিমি মিউনিসিপ্যালিটির মেয়র সুরেন্দ্র শ্রেষ্ঠ।

ঘোষণায় মাতৃভাষাভিত্তিক সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা এবং ফেলোশিপ আয়োজনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের প্রতি মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় অর্থায়ন, কারিগরি সহায়তা ও দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানানো হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে মেয়র সুরেন্দ্র শ্রেষ্ঠ বলেন, এই সম্মেলন মাতৃভাষা সাংবাদিকতা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে বক্তব্যকালে, সার্ক জার্নালিস্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাজু লামা সম্মেলনের গৃহীত প্রস্তাবসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে সার্কভুক্ত দেশগুলোর সমর্থন কামনা করেন।

ফনিজ সভাপতি লাকি চৌধুরী, এসজেএফ এর কেন্দ্রীয় মহাসচিব মো. আবদুর রহমান (বাংলাদেশ), বিহার চ্যাপ্টারের সভাপতি ড. শশী ভূষণ কুমার, সম্মেলন সমন্বয়ক সুনীল মহার্জন এবং এনএফএনজের মহাসচিব কেকে মানান্ধর তাঁদের বক্তব্যে মাতৃভাষা সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

ঘোষণাপত্রে জানানো হয়, সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে এবং জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিসহ স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেয়া হবে।

বাংলাদেশ সময়: ০:০৭:৫৯   ১৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


আ’লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে: পার্থ
কাটমুন্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান
দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে: ভোলায় নৌপরিবহন উপদেষ্টা
উপকূল রক্ষা করুন, জলবায়ু অর্থায়ন বাজেটে জিডিপির ৩% বরাদ্দ করুন: সেমিনারে বক্তারা
বিএনপি-জামায়াত-এনসিপি দ্বন্দ্বে অস্থির রাজনীতি, নতুন সমীকরণ
বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রীর বিদেশযাত্রায় বাধা
ভোলা-বরিশাল সেতু অচিরেই হবে: সচিব
ভোলা-বরিশাল সেতু: ৭ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতুসহ তিন দফা দাবিতে ঢাকায় মানববন্ধন
৬ বছর পর এক টেবিলে, ফের বিএনপির কাছাকাছি পার্থ’র বিজেপি



আর্কাইভ