
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শান্তির হাট এলাকায় মোঃ ওহিদ ও তার স্ত্রী ছেলে কে পিটিয়ে জখম করার অভিযোগ আপন ভাই বশির ও ভাতিজা আরিফ ও সামিমের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির দরজায় এই তুলকালাম কান্ড ঘটেছে।
ভাই ভাইয়ের সম্পর্ক রক্তের হলেও সেই সম্পর্কই কাল হয়ে দাড়িয়েছে জমিজমা। একই বাড়িতে থাকতে গিয়ে বাড়ির সব ময়লা খালে ফেলার জন্য একটি মোটা পাইপ ব্যবহারের জন্য নির্ধারন করা হয়। জমিজমা মাপার পর ওহিদ যখন সঠিকভাবে জমি বুঝে পায় ঠিক তখনই অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হয় ওহিদের উপর।
তারই ধারাবাহিকতায় গত পরসু শান্তির হাট বাজারে ছেলে সাকিল কে মারধরের পর বাপ+ছেলেকে বাড়ির দরজায়ই এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং ছেলেটাকে বেধরম মারে পরে ছাড়াতে এসেও শেষ রক্ষা হয়নি নববধু রুনা।
বশিরের লোকেরা এতটাই উত্তেজিত ছিল যে সে মহিলা নাকি পুরুষ সেটা দেখার বিষয় নয়, নারী পুরুষ মিলে ঔ নারীকে মারধর করে।
পরে সর্বশেষ চিৎকার চেচামেচির শব্দ শুনে ঘর থেকে স্ত্রী জামেলা বেগম আসলে তাকেও এলোপাতাড়ি মারধর করে, আঘাতের ফলে তিনি কাপড়ছোপড়ে পায়খানা প্রসাব করে দিলেও মারধর থেকে বিরত রাখে বশির গংরা।
জানতে চাইলে ওহিদের আরেক ভাই বলেন, আমি শুনে তারাতাড়ি গিয়ে দেখি আমার এক ভাই বশির আরেক ভাই ওহিদ কে পিছিয়ে রক্তাক্ত অবস্থায় রেখে গেছে। আমি তারাতাড়ি হসপিটালে নিয়ে আসি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত বশিরের বাসায় গিয়ে তাকে পাওয়া যায় নি।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০:০৩:০৬ ৮১ বার পঠিত