
স্টাফ রিপোর্টার ॥
ঈদের লম্বা দশদিনের ছুটিতেও ভোলা মা ও শিশু কল্যান কেন্দ্রের জরুরি বিভাগ ছিলো প্রসুতিদের জন্য খোলা। এ ছুটির মধ্যে ৬টি সফল নরমাল ডেলিভারি হয়েছে মা ও শিশু কল্যান কেন্দ্রে। এখান কার সেবা ও সহযোগিতা পেয়ে প্রসুতি মা ও অভিভাবকরাও বেশ খুশি, তারা এ বন্ধে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বিভিন্ন অফিস আদালত ১০দিনের টানা বন্ধ ছিলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে । ভোলা মা ও শিশু কল্যান কেন্দ্র জরুরি বিভাগ ছিলো খোলা। কতৃপক্ষের নির্দেশে জরুরি বিভাগ খোলা রাখায় প্রসুতি মায়েরা সেবা পেতে সহজ হয়েছে। আর দায়িত্বরত স্টাফরাও সেবা দিতে পেরে খুশি।
বাংলাদেশ সময়: ১৫:২৬:১৮ ৬৭ বার পঠিত