ভোলার সংগঠক ও সমর্থকদের সাথে আপ বাংলাদেশ এর ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলার সংগঠক ও সমর্থকদের সাথে আপ বাংলাদেশ এর ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ জুন ২০২৫



---

স্টাফ রিপোর্টার।।

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর ভোলার সংগঠক ও সমর্থকদের সাথে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যমত প্রতিষ্ঠার উপর জোর দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আপ বাংলাদেশ-এর সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, আপ বাংলাদেশ দেশ, মাটি ও মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে কখনো পিছুপা হবে না। আপ বাংলাদেশ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করবে।

---সভায় প্রধান আলোচক ছিলেন, আপ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জোন-লিড মোহাম্মদ বুরহান উদ্দিন নোমান। তিনি বলেন, জুলাই পরবর্তী সময়ে আমাদের অনেক কিছু নতুন করে তৈরি করতে হবে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো আজকে অকার্যকর। অর্থনীতি, বেকারত্ব বিচার ব্যবস্থা ইত্যাদি নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এ অবস্থায় সকলের ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম আঞ্জাম দেওয়া এবং নতুন রাজনীতির ইশতেহার “জুলাই প্রক্লেমেশন” দেয়া একান্ত জরুরী।

অনুষ্ঠানে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য পুষ্টিবিদ মো: রায়হানুল ইসলাম বলেন, আপ বাংলাদেশকে ৪ টি বড় মুসিবত থেকে মুক্ত রাখতে চাই। আগামীর বাংলাদেশে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, ধর্মবিদ্বেষ ও দূর্ণীতির কোনো স্পেস দেয়া হবে না, কেন্দ্রীয় সদস্য আহছান উল্লাহ বলেন জুলাই গনঅভ্যুত্থানে ভোলার ৬৮ জন শহীদ ও জুলাই যোদ্ধাদের আকাঙ্খা বাস্তবায়নে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্ম বিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। রক্ত ভেজা ভোলার প্রতিটি গ্রামে আপ বাংলাদেশ এর লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচী পৌঁছে দিতে আপনাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।

---কেন্দ্রীয় সদস্য আবরার হামিম শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করার উপর গুরুত্বারোপ করেন এবং তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষ ও তরুণ সমাজকে রাজনীতি বিমুখ করার মাধ্যমে ফ্যাসিবাদের পাটাতন তৈরী হয়েছিল। ৩৬ জুলাই আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করেছে। এখন আমাদের কাজ হলো দেশ পুনর্গঠনে মনোনিবেশ করা। দ্বীপ জেলা ভোলার দূর দূরান্ত থেকে আগত সংগঠক ও সমর্কদের স্বতঃস্ফূর্ত সংগঠক এবং সহযোদ্ধাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আশাবাদী করে তোলে। আমরা রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে এবং বৈষমহীন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামী দিনগুলোতে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। এছাড়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

---অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য কাজী সালমান। সভায় জুলাই আকাঙ্ক্ষা ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ তৈরিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিমত ব্যক্ত করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে যেকোনো মূল্যে তা বাস্তবায়ন করতে হবে বলে মতামত দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭:৫২:১৯   ১৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজন আটক, চারটি ড্রেজার জব্দ
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল-পলিথিন-সিগারেট জব্দ
সাকিবের এমপি হওয়া ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে: আমিনুল হক
মাছ ধরা নৌকাগুলোকে গভীর সাগরে যেতে মানা
মেঘনা-তেঁতুলিয়ায় ভরা মৌসুমেও কাংখিত ইলিশের দেখা নেই
তজুমদ্দিনে নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, বিএনপি নেতা বহিষ্কার
গণধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিল
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: হাসপাতাল যেন ময়লার ভাগাড়
দৈনিক আজকের ভোলার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচী পালন



আর্কাইভ