আদিল হোসেন তপু।।
ভোলার লালমোহন উপজেলায় শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে ভোলা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালমোহন উপজেলা একাদশ বনাম তজমুদ্দিন উপজেলা একাদশ অংশগ্রহণ করে।
নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে লালমোহন উপজেলা একাদশকে হারিয়ে জয়ী হয় তজুমদ্দিন উপজেলা একাদশ। পরে তাদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেক দলের সার্বিক সহযোগিতায় এবং আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, জেলা বিএনপির সদস্য ও ভোলা জেলা ক্রীড়া সংস্থা র সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা মিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম কবির, মো. রফিকুল ইসলাম রফিক, শিল্প বিষয়ক সম্পাদক নূরে আলম বিপ্লব, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, সদস্য শাহ মো. শাহিন শাজীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৪ জুন লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেলুন ও পায়রা উঁড়িয়ে ৪ টি উপজেলার অংশ গ্রহনে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় ।
ভোলার কৃতি সন্তান ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল নেতা শহীদ আব্দুর রহিম গনতন্ত্রের জন্য নিজের জীবন ত্যাগ করে গেছেন। আমরা তাকে আমাদের রাজনৈতিক কার্যক্রমে ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে তাকে স্মরণ করে রাখবো। শহীদ আব্দুর রহিম আমাদের মাঝে চীর অমর হয়ে থাকবেন৷ তিনি ও জেলা ছাত্রদল সভাপতি শহীদ নূরে আলম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুরো দেশে এক বিশাল স্প্রিড তৈরী করে দিয়ে গেছেন৷
যার ফলশ্রুতিতে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের অন্যতম ভূমিকা রেখেছে৷
উল্লেখ্য, গত ৩১ শে জুলাই ২০২২ সালে বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিলো। সেই কর্মসূচিতে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবদুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত হন।
বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৪ ২১৮ বার পঠিত