
স্টাফ রিপোর্টার।।
ঈদ-উল-আযহার আনন্দে বাড়তি আমেজ যোগ করতে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেলো বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ।
সোমবার বিকালে বাপ্তা বড়বাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজন বাপ্তা ইউনিয়ন পরিষদের মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে বাপ্তা ইউনিয়নের বিবাহিত বনাম অবিবাহিতরা এই ফুটবল খেলায় অংশ নেয়। খেলার নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্র থাকায় ট্রাইবেকারে গড়ায়। এতে বিবাহিত দল ৪-২ গোলের ব্যবধানে অবিবাহিত দলকে পরাজিত করে বিজয় লাভ করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল হক মিলন, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মনুতাসির আলম চৌধুরী রবিন, বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হুদা খোকা মিয়া, সাধারন সম্পাদক মো. হারুন, বাপ্তা ইউনিয়ন পরিষদে প্যানেল মেয়র হাসান মাকসুদুর রহমান নিরব, স্বেচ্ছাসেবক দল নেতা আবিদুর রহমান আব্দুল্লাহসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
ব্যাতিক্রমি এই ফুটবল ম্যাচ দেখতে শত শত মানুষের উপস্থিততে এ খেলা পরিণত হয় গ্রামীণ মানুষজনের মিলনমেলায়। এমন আয়োজন করতে পরে আয়োজক ও খেলোয়াড়রা সবাই খুশি।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৫ ২১৯ বার পঠিত