সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক পেলেন ভোলার মেয়ে স্বস্তিকা গুহ

প্রচ্ছদ » বিনোদন » সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক পেলেন ভোলার মেয়ে স্বস্তিকা গুহ
বুধবার, ৪ জুন ২০২৫



---

ছোটন সাহা ॥

দ্বীপজেলা ভোলার নৃত্যাঙ্গনের সবচেয়ে আলোচিত এবং পরিচিত মুখ স্বস্তিকা গুহ। নৃত্যাঙ্গনে একের পর সফলতা পেয়েছেন তিনি। সেটি ভোলাবাসীর জন্য অনেকটাই গর্বের।

জানা গেছে, নৃত্যে স্থানীয় পর্যায়ে একাধিক সফলতার পর এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে স্বর্নপদক পেয়েছেন এই নৃত্য শিল্পী। দেশের ৬৪ জেলার অসংখ্য প্রতিযোগীকে পিছু ফেলে প্রথম হয়েছেন তিনি।

সম্প্রতি ভোলার মেয়ে স্বস্তিকা গুহ ‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২৫’ ভোরের পাখি নৃত্য কলা কেন্দ্র থেকে লোকনৃত্যে সেরার সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক প্রাপ্ত ও সাধারননৃত্যে সেরা নৃত্য শিল্পী হিসেবে ভূষিত হয়েছেন। গত ২৮ মে জাতীয় শিল্পকলা একাডেমীতে জাতীয় নৃত্যাঙ্গন নৃত্য প্রতিযোগিতায় সাধারণ নৃত্যে সেরার সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক পেয়েছেন এই নৃত্য শিল্পী। এছাড়াও লোকনৃত্যে সেরা নৃত্য শিল্পী হিসেবে ভূষিত হয়েছেন। এমন সফলতায় খুশি স্বস্তিকা গুহ ও তার পরিবার।

ভোলার মেয়ে হিসেবে তার এমন অর্জনে খুশি ভোলাবাসী। স্বর্নপদক প্রাপ্ত এ শিল্পীকে অনেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

ভোলা শহরের ওয়েস্টার্নপাড়া এলাকার বাসিন্দা মৃত সুকুমার গুহ ও স্কুল শিক্ষিকা মনিকা দেবীর একমাত্র মেয়ে স্বস্তিকা গুহ ছোটবেলা থেকে নৃত্যের প্রতি আগ্রহ ছিলো, সেই আগ্রহ এবং ভালোবাসা থেকে তিনি নিয়মিত নৃত্যচর্চা ও প্রশিক্ষণ নিয়েছেন। সফল হতে চালিয়েছে নিরলস প্রচেষ্টা। স্বপ্ন দেখতেন একদিন জাতীয় পর্যায়ে ভালো কিছু অর্জনের।

তারই ধারাবাহিকতায় স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশহন করে বেশ সুনাম অর্জন করেন। এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহন করেই সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এই গুনি শিল্পী ভবিষ্যতে প্রতিষ্ঠিত নৃত্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চান।

বাংলাদেশ সময়: ১:০৬:২৫   ৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক পেলেন ভোলার মেয়ে স্বস্তিকা গুহ
ভোলা খালের সৌন্দর্য বাড়িয়েছে দৃষ্টিনন্দন ভাসমান জিজেইউএস ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং
মনপুরায় কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভোলায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ভোলার বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর
যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর: চিত্রনায়ক আমিন খান
ভোলায় ড্রিমল্যান্ড শিশু পার্কের উদ্বোধন
হৈ-হুল্লোরে আনন্দ ভ্রমণে একটি দিন কাটালো ভোলার পত্রিকা বিপণন কর্মীরা
প্রথম স্বামীর মৃত্যু, ফেসবুকে যা লিখলেন পরীমণি!
খুব শিগগির বড় পর্দায় আমাকে দেখা যাবে: তানজিন তিশা



আর্কাইভ