
ছোটন সাহা ॥
দ্বীপজেলা ভোলার নৃত্যাঙ্গনের সবচেয়ে আলোচিত এবং পরিচিত মুখ স্বস্তিকা গুহ। নৃত্যাঙ্গনে একের পর সফলতা পেয়েছেন তিনি। সেটি ভোলাবাসীর জন্য অনেকটাই গর্বের।
জানা গেছে, নৃত্যে স্থানীয় পর্যায়ে একাধিক সফলতার পর এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে স্বর্নপদক পেয়েছেন এই নৃত্য শিল্পী। দেশের ৬৪ জেলার অসংখ্য প্রতিযোগীকে পিছু ফেলে প্রথম হয়েছেন তিনি।
সম্প্রতি ভোলার মেয়ে স্বস্তিকা গুহ ‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২৫’ ভোরের পাখি নৃত্য কলা কেন্দ্র থেকে লোকনৃত্যে সেরার সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক প্রাপ্ত ও সাধারননৃত্যে সেরা নৃত্য শিল্পী হিসেবে ভূষিত হয়েছেন। গত ২৮ মে জাতীয় শিল্পকলা একাডেমীতে জাতীয় নৃত্যাঙ্গন নৃত্য প্রতিযোগিতায় সাধারণ নৃত্যে সেরার সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক পেয়েছেন এই নৃত্য শিল্পী। এছাড়াও লোকনৃত্যে সেরা নৃত্য শিল্পী হিসেবে ভূষিত হয়েছেন। এমন সফলতায় খুশি স্বস্তিকা গুহ ও তার পরিবার।
ভোলার মেয়ে হিসেবে তার এমন অর্জনে খুশি ভোলাবাসী। স্বর্নপদক প্রাপ্ত এ শিল্পীকে অনেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
ভোলা শহরের ওয়েস্টার্নপাড়া এলাকার বাসিন্দা মৃত সুকুমার গুহ ও স্কুল শিক্ষিকা মনিকা দেবীর একমাত্র মেয়ে স্বস্তিকা গুহ ছোটবেলা থেকে নৃত্যের প্রতি আগ্রহ ছিলো, সেই আগ্রহ এবং ভালোবাসা থেকে তিনি নিয়মিত নৃত্যচর্চা ও প্রশিক্ষণ নিয়েছেন। সফল হতে চালিয়েছে নিরলস প্রচেষ্টা। স্বপ্ন দেখতেন একদিন জাতীয় পর্যায়ে ভালো কিছু অর্জনের।
তারই ধারাবাহিকতায় স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশহন করে বেশ সুনাম অর্জন করেন। এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহন করেই সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এই গুনি শিল্পী ভবিষ্যতে প্রতিষ্ঠিত নৃত্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চান।
বাংলাদেশ সময়: ১:০৬:২৫ ৬৯ বার পঠিত