
স্টাফ রিপোর্টার ॥
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলায় অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষনের সনদ বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সন্মলন কক্ষে ১জুন (রবিবার) বেলা ১১টায় আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানূর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম। মানবতার দুয়ারের নির্বাহী পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, প্রশিক্ষক সার্জেন্ট (অবঃ) আব্দুল মোমেন ও নূর হোসেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় ভোলা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এ প্রশিক্ষন চলে।

(২৮ এপ্রিল থেকে ৩০ মে) পর্যন্ত অ্যাথলেটিক্স এবং (০৫ মে থেকে ৩১ মে) পর্যন্ত সাঁতার প্রশিক্ষণ চলে। সাঁতার প্রশিক্ষণে মোট প্রশিক্ষনার্থী ছিল ৪০জন এতে, চিৎ সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার, মুক্ত সাঁতারের সহ বিভিন্ন স্টাইল শেখানো হয়, এছাড়াও অ্যাথলেটিক্স প্রশিক্ষণে ছেলে ও মেয়ে মিলে প্রশিক্ষণার্থী ছিল ৪০ জন, অ্যাথলেটিক্স প্রশিক্ষণে বিভিন্ন বিষয় যেমন ১০০মি. ¯িপ্রন্ট, লং জা¤প, হাই জা¤প, ডিসকাস,শর্টপুট, সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সাঁতার প্রশিক্ষক সার্জেন্ট (অবঃ) আব্দুল মোমেন জানান সামান্য পৃষ্ট পোষকতা পেলে তিনি বিনাপারিশ্রমিকে সাঁতার প্রশিক্ষন দিবেন। তিনি সাঁতার ক্লাব, সাঁতার ফেডারেশন গড়তে আগ্রহ প্রকাশ করেন। যাতে করে এখান খেকে সাঁতারুরা প্রশিক্ষন নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করার সুযোগ লাভ করতে পারে। এবং যারা সাঁতার জানেনা তাদেরকেও বিনা পয়সায় সাতার শেখানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।
বাংলাদেশ সময়: ১:৫৫:৩০ ৭৭ বার পঠিত