মনপুরায় কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রচ্ছদ » বিনোদন » মনপুরায় কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শনিবার, ১৭ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

কোস্ট ফাউন্ডেশন, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিচ্ছিন্ন ইউনিয়ন ৫নং কলাতলী ইউনিয়নে বৃহ¯পতিবার (১৫ মে) সকালে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহাযতা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএস এফ) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকাল ৯টায় পবিত্র কোরআন তেলোয়াত পাঠের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াত করেন, মোসাম্মত নাদিয়া বেগম ৯ম শ্রেণীর শিক্ষার্থী, চর খালেক নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন, শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষক পপি বেগম ও চর খালেক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সেজুতি রানী দাস, তিশা রানী দাস, নিহা বেগম, মীম ও লামিয়া। এ ছাড়াও শপথ বাক্য পাঠ করান জান্নাতুল ফেরদাউস মিতু শিক্ষক বাবুল মিয়া বাড়ি শিক্ষা সহায়তা কেন্দ্র, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কলাতলী সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, কৈশোর কার্যক্রমের সদস্য, উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের সদস্য, প্রবীণ কার্যক্রমের সদস্যসহ শিক্ষক, অভিভাবক, সাংবাদিকগণ, বিভিন্ন উন্নয়ন কর্মীগণসহ ও আমন্ত্রীত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

সকলের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, মো: আজিজল ইসলাম-সভাপতি উপজেলা প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, কলাতলী ইউনিয়ন, মনপুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিখন বনিক উপজেলা নির্বাহী অফিসার, মনপুরা ভোলা। বিশেষ অতিথি ছিলেন, মো: মোস্তাফিজুর রহমান উপসহকারি প্রকৌশলী স্থানীয় সরকার প্রকোশল অধিদপ্তর ও প্রশাসনিক কর্মকর্তা কলাতলী ইউনিয়ন পরিষদ মনপুরা ভোলাসহ নিজাম উদ্দিন শাহেদ -বাংলাদেশ জাতীয়তা বাদীদল কলাতলী ইউনিয়ন যুব দল, আব্দুল মতিন প্রধান শিক্ষক, মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দয়াল হরী দাশ প্রধান শিক্ষক মাছুয়া খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় নুর উদ্দিন প্রধান শিক্ষক চর খালেক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, সুকলাব চন্দ্র দাস প্রধান শিক্ষক - চর কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মঈন উদ্দিন প্রধান শিক্ষক কলাতলী সরকারি প্রথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের পক্ষথেকে স্বাগত বক্তব্য রাখেন মো: ফজলুল হক কর্মসূচি সমন্বয়কারি, অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন আবদুল সালাম- স্বাস্থ্য কর্মকর্তা ও সাইদুর রহমান সহকারী সমন্বয়কারী ও জহিরুল ইসলাম আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী। অনুষ্ঠানে ৪১টি ইভেন্ট এ ১২১টি পুরস্কার বিতরণ করা হয় ।এছাড়া অনুষ্ঠানে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:৪৩   ১৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক পেলেন ভোলার মেয়ে স্বস্তিকা গুহ
ভোলা খালের সৌন্দর্য বাড়িয়েছে দৃষ্টিনন্দন ভাসমান জিজেইউএস ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং
মনপুরায় কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভোলায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ভোলার বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর
যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর: চিত্রনায়ক আমিন খান
ভোলায় ড্রিমল্যান্ড শিশু পার্কের উদ্বোধন
হৈ-হুল্লোরে আনন্দ ভ্রমণে একটি দিন কাটালো ভোলার পত্রিকা বিপণন কর্মীরা
প্রথম স্বামীর মৃত্যু, ফেসবুকে যা লিখলেন পরীমণি!
খুব শিগগির বড় পর্দায় আমাকে দেখা যাবে: তানজিন তিশা



আর্কাইভ