
দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩মে) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দৌলতখানের ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী।
এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ ও প্রজেক্টর তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম ও নজরুল ইসলাম, উপজলো প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক আব্দুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ সময়: ০:৪৬:৫৪ ৯৮ বার পঠিত