
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
বোরহানউদ্দিনে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলার রানিগঞ্জ রোড আলাউদ্দিন ভিলায় বৃহৎ ও বর্ণাঢ্য পরিসরে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর এসিস্ট্যান্ট অফিস ইনচার্জ মোঃ সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন অফিসের উদ্ধোধন ও কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খাজা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মোঃ নাজমুল হোসাইন, অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন, মোঃ আলাউদ্দিন আল আজাদ ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তাগন এই সময় বলেন, বোরহানউদ্দিনে একটি সুসজ্জিত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিস্থাপিত হয়েছে যেখানে কর্মরত মাঠকর্মীগণ ব্যবসায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন গ্রহন করতে পারবেন।
শত প্রতিকূলতা পেড়িয়ে ট্রাস্ট লাইফের কার্যক্রম, গ্রাহক সেবা ও দাবী পরিশোধ বরাবরের ন্যায় অব্যাহত থাকবে বলে উপস্থিত বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ০:৪৫:৩১ ৭০ বার পঠিত