ভোলায় বাস স্টাফদের উপর সিএনজি চালকদের হামলা ॥ আহত-৩

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় বাস স্টাফদের উপর সিএনজি চালকদের হামলা ॥ আহত-৩
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় সিএনজি চালকদের হামলায় তিন বাস স্টাফ গুরুতর আহত হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভোলা সদরের ভেদুরিয়া ও বোরহানউদ্দিনের মানিকা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বাস শ্রমিক এবং সিএনজি চালকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিরোধ নিস্পত্তির জন্য বাস শ্রমিক ও সিএনজি চালকদেরকে নিয়ে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে একাধিকবার সভা বসে বিষয়টি সমাধান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ওই সভায় জেলা প্রশাসকের পক্ষ থেকে সিএনজি চালকদের বেপরোয়া গতিরোধ, সর্বোচ্চ ৩জন যাত্রীবহনসহ কিছু শর্ত দেওয়া হয়। সোমবার (১২ মে) সিএনজি চালকরা জেলা প্রশাসকের দেওয়া সেই শর্তের বিরুদ্ধে গিয়ে দিনভর ভোলা সরকারী স্কুল মাঠে সিএনজি রেখে আন্দোলন করেন। পরবর্তীতে দুপুরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে সিএনজি মালিক সমিতি।

আন্দোলন শেষে ভেদুরিয়া ঘাটে গিয়ে পাহাড়িকা পরিবহনের ড্রাইভার হাসান ও সুপারভাইজার কামালের উপর অর্তকিত হামলা করেন সিএনজি চালকরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তবে ড্রাইভার হাসানের অবস্থা আশঙ্কাজনক। হাসানের স্ত্রী তাহমিনা জানান, আমার স্বামীকে এমনভাবে পিটিয়েছে ৪ ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে। এদিকে আহতদের পাশের বেডেই কাতরাচ্ছে জাকির হোসেন নামের মদিনা পরিবহনের আরেক স্টাফ। তাকেও বোরহানউদ্দিনের মানিকা নামক স্থানে সিএনজি চালকরা গতিরোধ করে মারধর করেছে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও সিএনজি চালকদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাস শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সিএনজি চালকরা আমাদের বাস স্টাফের উপর হামলা করে তাদেরকে গুরুত্বর আহত করেছে। আমরা এই হামলা নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। তারা আরও বলেন, শান্ত ভোলার পরিবেশ ঘোলাটে করতে আওয়ামী লীগ পতনের পর থেকে একের পর এক নৈরাজ্য করে যাচ্ছে ভোলার সিএনজি চালকরা। আ’লীগের চক্রান্তকারী দোসররা সিএনজি চালকদেরকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। পতিত সরকারের লোকজন সিএনজি চালকদের সাথে আন্দোলনে যোগ দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে পতিত সরকারের লোকজন দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানান নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২:১৩:৫৪   ৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলা-ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে নারী ঝাঁপ: পরিচয় ও খোঁজ মিলেনি এখনো
মনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদলে নেতা
মনপুরার মেঘনা থেকে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের মাথা ফাটিয়ে রক্তাক্ত করল ভাই
নিষিদ্ধ জালে চিংড়ির রেণু শিকারের মহোৎসব, অসহায় মৎস্য বিভাগ
চরফ্যাসনে থানায় গেলাম কোন বিচার পাইলাম না!
বাকপ্রতিবন্ধী কিশোরী ও এক সন্তানের জননী ধর্ষণের শিকার, গ্রেপ্তার-৩
লালমোহনে সিএনজি উল্টে একই পরিবারের ৭ জন আহত
ভোলায় সাংবাদিক জাকিরকে হত্যার হুমকি, ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত



আর্কাইভ