মনপুরায় বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা

প্রচ্ছদ » জেলা » মনপুরায় বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা
সোমবার, ১২ মে ২০২৫



---

বিশেষ প্রতিনিধি ॥

চলতি বছরের ৮ মে মাসে মনপুরায় ছিলো সর্বোচ্চ তাপমাত্রা ৩২.০ ডিগ্রি। তবে ৯ মে শুক্রবার ৩৪.০ ডিগ্রিতে আসলে ১০ তারিখ শনিবার ও রবিবার (১১ মে) তাপমাত্রা স্বরূপে ফিরে কাঠফাটা রোদের বৈশাখে! তাপদাহের সাথে সর্বত্র বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ অসহনীয় হয়ে পড়ছে দ্বীপ মনপুরা মানুষ। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। বাতাসে আর্দ্রতার হার অর্থাৎ জলীয়বা®েপর পরিমাণ বেশি থাকায় তাপদাহের সাথে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়ায় নাকাল অবস্থা। কাহিল হয়ে পড়ছে শ্রমজীবী মানুষগুলো।

বৈশাখের তাপপ্রবাহে বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগের যেন শেষ নেই গোটা উপজেলা জুড়ে। আর এই বৈশাখের কাঠফাটা রোদ তাপপ্রবাহের সঙ্গে মনপুরায় পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ডায়রিয়ার রোগীর সংখ্যা।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল এর শেষ দিকে এবং মে মাসের শুরুতে গত ১০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১২০ জন রোগী ভর্তি হয়েছে। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১২ জন রোগী। বর্তমানে ডায়রিয়া ওয়ার্ডে ৮ জন রোগী ভর্তি রয়েছে। তবে ডায়রিয়ায় আক্রান্ত রোগী মধ্যে বেশি’র ভাগই হলো শিশু।

শনিবার (১০ মে) মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা গেছে, বহিঃবিভাগ ও আন্তঃ বিভাগে প্রতিদিন গড়ে ৩ শতাধিকের মত রোগী চিকিৎসা নিচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে প্রতিদিন বহিঃবিভাগে চিকিৎসা আসছে গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হওয়া ১০ থেকে ১৫ জনের মত রোগী ভর্তি হচ্ছে। এমনটাই জানিয়েছেন সেখানের নাস’রা।

হাসপাতাল সূত্রে জানা গেছে ৩১ শয্যা হাসপাতালে ডায়রিরা রোগী ও অন্যান্ন রোগীদেরকে একত্রে রাখা হচ্ছে। তবে সেখানে সরকারিভাবে মাত্র ৩১টি বেড রয়েছে। তবে রোগীদের অভিযোগ পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের সেবা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন আমাদের জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে প্রতিদিন গড়ে ১০-১৫ জন শিশু, নারী ও পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। তবে হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় বেশিরভাগ রোগী চিকিৎসা নিতে হয় হাসপাতালের মেঝেতে। তাই কোন কোন সময় রোগী সামল দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছেন অনেক রোগীরা।

রোগীদের অভিযোগ হাসপাতালের মেঝে থেকে শুরু করে হাঁটার পথ, বারান্দা সবখানেই অস্থায়ী বিছানা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডায়রিয়ায় আক্রান্ত কবির, ফাহিমা, ময়ফুল এর সাথে কথা বলে জানা গেছে, এই তীব্র গরমে খাওয়ার পরে প্রথমে পেটে ব্যথা অনুভব করে। পাশাপাশি বমি ও পরে ডায়রিয়া শুরু হলে হাসপাতালে ভর্তি হয়।

এদিকে এই গরমে ডায়রিয়ার পাশাপাশি বেড়েছে নিউমোনিয়াও আজ ১০জনের বেশি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্স তৃপ্তি রানি দাস।

এদিকে হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ভর্তিকৃত রোগীদের মধ্যে নারীদের ও শিশুর সংখ্যা বেশি। তবে বয়স্ক রোগীর সংখ্যাও কম নয়। অপরিষ্কার-অপরিচ্ছন্নতার কারণেও এমনটা হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়ার্ড বয় জানান, সামনে গরমের তীব্রতা বাড়লে রোগীর চাপ আরও বাড়বে। তবে আমাদের এখানে মূল সমস্যা হলো গরমে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেশি থাকার কারণে বেড সংকট থাকে। তাই বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হয় রোগীদের। তিনি আরো জানান ৩১ শয্যা হাসপাতালে রোগীর সংখ্যা ৪০ জন বেডের তুলনায় রোগী ৯ জন বেশি। এই ৪০ জনকে রাতে মাত্র একজন নার্স সেবা দিয়ে থাকে।

নার্স তৃপ্তি রানি দাস জানান, চলতি ডায়রিয়া ও নিউমোনিয়া প্রকোপে আমাদের এখানে গড়ে ২৫-৩০জনের মত রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে। এ ছাড়া প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন শতাধিকের মত রোগী। মনপুরা উপজেলার ৫টি ইউনিয়নের রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। আমাদের পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ আছে। তবে বেড না থাকায় সমস্যা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২:১৭:৫০   ১১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা-ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে নারী ঝাঁপ: পরিচয় ও খোঁজ মিলেনি এখনো
আশায় ওদের মাস পেরিয়ে বছর হয়, তবুও পূরণ হয় না আশা!
তজুমদ্দিনে ঈদুল আযহার ছুটিতে ক্লিনিকি খোলা ৫টি নরমাল ডেলিভারী করায় স্বাস্থ্যকর্মীরা
বোরহানউদ্দিনে গাড়ীর চাকা ব্লাস্টে মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম
নিষিদ্ধ জালে চিংড়ির রেণু শিকারের মহোৎসব, অসহায় মৎস্য বিভাগ
তেঁতুলিয়ার তীব্র ভাঙনে ভিটে হারিয়ে দিশাহারা মানুষ
১০০ কিলোমিটার সড়কে খানাখন্দ, দুর্ভোগ
ভোলায় সাংবাদিক জাকিরকে হত্যার হুমকি, ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত
ভোলার সংগঠক ও সমর্থকদের সাথে আপ বাংলাদেশ এর ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত



আর্কাইভ