
স্টাফ রিপোর্টার ॥
ভোলার লালমোহন পৌরসভায় মাদ্রাসার সুপারের উপর সন্ত্রাসী হামলা। ৯৯৯ এ ফোন দিয়ে প্রানে বাঁচলেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মোঃ কামাল উদ্দিন (৫৫)। মারাত্মক আহত অবস্থায় তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১০ মে) লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ভোলা হাসপাতালে চিকিৎসাধীন আহত কামাল উদ্দিন জানান, আমি পূর্ব চর ছকিনা ইসলামিয়া মাদ্রাসার সূপারিনটেন্ডন্ট। দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী লালমোহন উপজেলা কৃষক লীগের সভাপতি মোখলেছ বকসীর সাথে তার জায়গা জমির বিরোধ চলে আসছিলো। এ বিরোধের ঘটনায় তিনি বিভিন্ন সময়ে হুমকি ধামকি সহ নানাভাবে অত্যাচার করে আসছিলো। শনিবার সন্ধ্যা ৬টায় তিনি বাড়ির সামনের মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের ওৎ পেতে থাকা লালমোহন উপজেলার সাবেক কৃষকলীগের ওই সভাপতি মোখলেছ বকশী ও তার ছেলে রায়হান বকশীর নেতৃত্বে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারি মারধর করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে তার বড় ছেলে ফয়সাল ঘটনা স্থলে এসে ৯৯৯ এ ফোন দিলে লালমোহন থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে রেফার করে।
তিনি আরো জানান, গত আওয়ামী লীগের শাসনামলে কৃষক লীগের নেতা মোকলেছ বকশী এলাকার নিরীহ মানুষের জমি জমা ব্যবসা প্রতিষ্ঠান দখল করে জোরপূর্বক নিজের নামে ভুয়া দলিল করে বিভিন্ন ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোন করে তা আত্মসাৎ করে। এবং ২০২২ সালে ১৮ সালের ডিসেম্বরে স্থানীয় বাসিন্দা পুলিশ কনস্টেবল মো: আলমগীর হোসেনকে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে ব্যাপক মারধর করে এই আওয়ামী লীগ নেতা। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। এ সব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সে হামলা মামলাসহ নানাভাবে হয়রানি করে। আমি তার সকল অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করি।
এ বিষয়ে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি জমার বিরোধ রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
উল্লেখ্য, মাদ্রাসা সুপার কামাল উদ্দিন এলাকার শিক্ষা ও মানবকল্যানে অবদান রাখার জন্য সার্ক কালচারাল ফোরাম থেকে মাহাত্মাগান্ধী ও সূভাস চন্দ্র বসু স্বর্ন পদকে ভূষীত হন। এবং কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদ থেকে নজরুল পদক ও বাংলাদেশ ন্যাচারাল কালচার ফোরাম থেকে অমর একূশে গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভূষিত হয়।
বাংলাদেশ সময়: ২:১৬:০২ ৮৭ বার পঠিত