স্বামীর সঙ্গে বিরোধ, খুন্তি পুড়িয়ে সৎ মেয়েকে ছ্যাঁকা দিলেন মা

প্রচ্ছদ » অপরাধ » স্বামীর সঙ্গে বিরোধ, খুন্তি পুড়িয়ে সৎ মেয়েকে ছ্যাঁকা দিলেন মা
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখান উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধকে কেন্দ্র করে রাফিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর শরীরে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দেয়ার অভিযোগ উঠেছে সালমা আক্তার নামের এক সৎ মায়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে শিশুটিকে ভোলা ২৫০ শস্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিত শিশুটির বাবা জসিম মাঝি পেশায় একজন জেলে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, রাফিয়ার জন্মের কয়েকমাস পর তাঁর প্রথম স্ত্রী (রাফিয়ার মা) রাহিমা বেগম মারা যান। পরে তিনি সালমা আক্তার নামের আরেক নারীকে বিয়ে করেন। সালমা একজন ডিভোর্সি নারী ছিলেন এবং তাঁর আগের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে। জসিমের সঙ্গে বিয়ে হওয়ার পর তাঁর আরেকটি কন্যা সন্তান হয়। রাফিয়াসহ ৩ সন্তান নিয়ে সালমা জসিমের বাড়িতেই থাকেন।

প্রায়ই সালমার সঙ্গে পারিবারিক বিরোধ নিয়ে জসিমের ঝগড়াঝাটি হতো। এরই জের ধরে গত ৯ এপ্রিল সৎ মা সালমা আক্তার রাফিয়াকে মারধর করে। বাবা জসিম এর প্রতিবাদ করলে তাঁর অনুপস্থিতিতে ১০ এপ্রিল বিকেলে লোহার খুন্তি আগুনে পুড়িয়ে শিশুটির সমস্ত শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। রাতে দেরি করে বাড়ি ফেরার কারনে বাবা জসিম বিষয়টি টের পাননি। সকালে শিশুটির রক্তমাখা জখম শরীর দেখে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন প্রতিবেশী বলেন, ‘প্রায়ই সৎ মা সালমা আক্তার শিশুটিকে নির্মম নির্যাতন করে। সৎ মায়ের নির্যাতনে শিশুটি উচ্চস্বরে কান্নাকাটি করে। রাস্তা দিয়ে যেকেউ হেঁটে গেলে শিশুটির অমানবিক কান্নার শব্দ কান পর্যন্ত পৌঁছায়।

প্রতিবেশীরা বলছেন, স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধ নিয়ে তাঁর ই প্রতিশোধ নিতে সালমা আক্তার শিশুটিকে এভাবে অমানবিকভাবে মেরেছে। আমরা সালমা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ভোলা ২৫০ শস্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ শেখ সুফিয়ান রুস্তম বলেন, আমরা আন্তরিকতার সঙ্গে শিশুটির চিকিৎসা দিচ্ছি। আশাকরি শিশুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।

জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয়টি কেউ পুলিশকে অবগত করেনি। আমরা খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১:৩৯:০১   ১৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলা-ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে নারী ঝাঁপ: পরিচয় ও খোঁজ মিলেনি এখনো
মনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদলে নেতা
মনপুরার মেঘনা থেকে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের মাথা ফাটিয়ে রক্তাক্ত করল ভাই
নিষিদ্ধ জালে চিংড়ির রেণু শিকারের মহোৎসব, অসহায় মৎস্য বিভাগ
চরফ্যাসনে থানায় গেলাম কোন বিচার পাইলাম না!
বাকপ্রতিবন্ধী কিশোরী ও এক সন্তানের জননী ধর্ষণের শিকার, গ্রেপ্তার-৩
লালমোহনে সিএনজি উল্টে একই পরিবারের ৭ জন আহত
ভোলায় সাংবাদিক জাকিরকে হত্যার হুমকি, ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত



আর্কাইভ