গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভোলা

প্রচ্ছদ » ইসলাম » গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভোলা
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

যুদ্ধ বিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়তে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। সোমবার (৭ এপ্রিল) ভোলা শহরের হাটখোলা মসজিদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নতুন বাজার বিজেপি কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একই সময়ে পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক সমঝোতায় যুদ্ধবিরতি বন্ধ হয়েছিল। কোন কারণ ছাড়াই ইসরায়েলি বর্বর বাহিনী চুক্তি ভঙ্গ করে নিরস্ত্র গাজার মুসলমানদের উপর হামলা করে। এতে প্রতিদিন নারী শিশুসহ হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছেন। খাদ্য, পানির অভাবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। গাজার মুসলমানদের উপর এ ধরনের বর্বর আচরণ আর সহ্য করা হবে না। বিশ্ব মুসলিম এখনি জেগে ওঠার সময়। বর্বর বাহিনীকে এখনই থামিয়ে দেয়ার সময়। পাশাপাশি আমরা আল্লাহর কাছে আবেদন করছি। পূনঃ আবাবিল পাখি দিয়ে আগ্রাসী ইসরায়িলকে ধ্বংস করে রহমতের মাধ্যমে গাজার মুসলমানদের রক্ষা করেন।

এ সময় বক্তারা ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসেন, নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্বাস উদ্দিন, সদর আমীর মাওলানা কামাল হোসেন, পৌর আমীর জামাল উদ্দিনসহ জেলা নেতৃবৃন্দ।

অপরদিকে, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক স¤পাদক প্রভাষক নুরনবী চৌধুরী, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম ছিদ্দিকী টিটু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হোসেন প্রমূখ। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সাথে সাধারণ জনগণও অংশ নেয়। এর আগে সকাল ১০টায় একই দাবিতে

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা ও দুপুর ২টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২:০২:২১   ৩০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু
প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে অন্তবর্তীকলীন সরকার জনপ্রত্যাশার সাথে প্রতারণা করেছেন: ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর
ভোলায় পীর মাশায়েক ও ওলী আওলিয়াদের অংশগ্রহনে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন
মসজিদের ব্যাংক হিসাবে জমা আড়াই কোটি



আর্কাইভ