ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিল

প্রচ্ছদ » ভোলা সদর » ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিল
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ শে মার্চ) ভোলা প্রেসক্লাবের নিচে কুইন আইল্যান্ড চাইনিজ রেষ্টুরেন্ট সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মুহাম্মদ ইয়ামিন ইরফানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আমরা অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি কিন্তু জনগণের কাক্সিক্ষত মুক্তি নিশ্চিত হয় নি। জনগণের কাক্সিক্ষত মুক্তি নিশ্চিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। নীতিবান মানুষদের নেতৃত্বে না আনতে পারলে আমাদের সকল বিপ্লব-ই ব্যর্থ হবে। তাই রাজনীততে স্বচ্ছ নেতা-নেতৃত্ব তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ ৩৩ বছর কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করে আগামীর নেতৃত্বে গুনগত পরিবর্তন আনতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম হাবিবুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আবু জাফর।

আরো উপস্থিত ছিলেন, কালবেলা সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ওমর ফারুক, ভোলা প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, ভোলা জেলা ডিএসবি মুহাম্মদ তরিকুল ইসলাম, বন্ধু প্রতিম ছাত্র সংগঠন থেকে ইসলামী ছাত্র শিবির ভোলা শহর শাখার সভাপতি মুহাম্মদ আল আমিন, বাংলাদেশ ছাত্র সমাজ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা সহ-সভাপতি মুহাম্মদ নিজাম তালুকদারসহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান সহ জেলা ও থানা শাখার প্রমূখ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১:৩৭:০৩   ১৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা
ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা
সম্পদ লঞ্চকে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীরা!
সমাজসেবা কার্যক্রমের ‘কর্মদলের সদস্যদের ঋণ বিতরণ ও অবহিতকরণ প্রশিক্ষণ’
ভোলায় ধ্বংস করা হয়েছে ৯ কোটি টাকার ইয়াবা
ভোলায় ৫০ নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর বাড়িঘর ভাঙচুর, লুটপাট আতঙ্কে রয়েছে এলাকাবাসী
গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’
দাবি আদায়ে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধে তীব্র যানজট
ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত



আর্কাইভ