ভোলায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম আউটসোসিং বাতিল করে রাজস্বকরণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

প্রচ্ছদ » জেলা » ভোলায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম আউটসোসিং বাতিল করে রাজস্বকরণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
সোমবার, ২৪ মার্চ ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবলকে রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষক-কেয়ার টেকার ঐক্য পরিষদ। রবিবার দুপুর ভোলা ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। এতে জেলার কয়েক শতাধিক শিক্ষক, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজার বিভিন্ন ব্যানার ফ্যাস্টুল নিয়ে অংশ গ্রহন করেন।

এসময় বক্তরা বলেন, ইসলামিক ফাউন্ডেশন এর বাস্তবায়নাধীন ৩২ বছর যাবৎ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ সারা দেশে ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রে প্রতিবছর প্রায় ২৪ লাখ ১৪ হাজার ২০০ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। শুধু তাই নয়, ইসলামিক ফাউন্ডেশনের এই বৃহৎ ও জনপ্রিয় প্রকল্পে মসজিদের ইমাম, শিক্ষিত বেকার যুবক, প্রতিবন্ধী ও মহিলা শিক্ষিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রকল্পটি স্বাক্ষরতার হার বৃদ্ধি, শিশুদের সরকারি বিদ্যালয়ে ভর্তি, শুদ্ধ কুরআন শিক্ষা, জঙ্গিবাদ দমন,বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাযা, কাফন দাফন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ স¤পাদন করে আসছে।এই প্রকল্পরে মাধ্যমে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকার নারী ও পুরুষদের দারির্দ্যতা দূরীকরণ ও র্কমসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পটি ঈদের আগে পাশ করে সকল শিক্ষক শিক্ষিকা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদান করার দাবি জানান।এই দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

---

এসময় বক্তব্য রাখেন, ফিল্ড সুপার ভাইজার মনিরুল ইসলাম, মো. মাইনুদ্দিন, মো.নুরুল ইসলাম, এসএম রশীদ, হাফেজ বনি আমিন, আমিনুল ইসলাম, মামুন, মোহাম্মদ আবু মুসা, শিক্ষক রাইহান, মো: শেখ ফরিদ, রিয়াজ উদ্দিন প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা কাছে স্বারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ০:৪০:২৮   ১৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা
মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্ত না থাকায় ভোগান্তি
ভোলায় ধ্বংস করা হয়েছে ৯ কোটি টাকার ইয়াবা
ভোলায় ৫০ নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ
গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’
দাবি আদায়ে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধে তীব্র যানজট
মনপুরায় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়



আর্কাইভ