বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার ইফতার মাহফিল

প্রচ্ছদ » জেলা » বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার ইফতার মাহফিল
রবিবার, ২৩ মার্চ ২০২৫



---

মোঃ বেল্লাল নাফিজ ॥

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২৩ শে মার্চ) ভোলা বাংলা স্কুল মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ’র সঞ্চালনায় ও শিক্ষক সমিতির উপজেলার সভাপতি মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান, নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, জমিয়াতে মুদারেছিন ভোলা জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, জেলা শিক্ষা গবেষক নূরে আলম, হালিমা খাতুন মহিলা কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ভোলা জেলা শিক্ষক সমিতির সভাপতি খালেদা খানম, ভোলা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহিউদ্দিন, পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুহাম্মদ ও চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের প্রমূখ।

এ সময় শিক্ষক নেতারা বলেন, শিক্ষকরা হচ্ছে একটি দেশের দক্ষ মানব স¤পদ গড়ে তোলার কারিগর। অতএব, দেশ উন্নত ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হলে শিক্ষকদের চাকুরী কাঠামোর বৈষম্য দূর করে চিন্তামুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করার দাবি রাখেন সরকারের কাছে।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাংবাদিক ওমর ফারুক, শিমুল চৌধুরী, সাংবাদিক ও শিক্ষক আব্দুস শহিদ তালুকদার,শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন, গঙ্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, তইয়েবা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভেদুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিসুর রহমান ও উপজেলার অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও দেশের আপামর শিক্ষকদের সার্বিক কল্যাণ ও অসুস্থ শিক্ষকসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন আলিনগর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন।

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার সভাপতি আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, আমরা এই রমজানে সবাই সবার জন্যে দোয়া করব। আমরা সকল হিংসা-বিদ্বেষ ভুলে এক হয়ে কাজ করব। তাহলেই আমরা আমাদের কাজ দ্বারা দেশ ও জাতির কল্যাণ করতে পারবো।

ইফতার মাহফিলে ভোলা সদর উপজেলার দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত দুই শিক্ষক পরিবার ও এক মৃত্যুকালীন শিক্ষক পরিবারকে ১৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৪৭   ১৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা
মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্ত না থাকায় ভোগান্তি
ভোলায় ধ্বংস করা হয়েছে ৯ কোটি টাকার ইয়াবা
ভোলায় ৫০ নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ
গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’
দাবি আদায়ে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধে তীব্র যানজট
মনপুরায় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়



আর্কাইভ