ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল
রবিবার, ২৩ মার্চ ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ভোলা পৌর কিচেন মার্কেটের তৃতীয় তলায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বাশির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাছির আলম রবীন চৌধুরী এবং জিজেইউএস’র চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সঞ্চালনা করেন জিজেইউএস’র পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোস্তফা কামাল। দোয়া ও ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন উপ-পরিচালক আহসানউল্লাহ। অনুষ্ঠানে ভোলার বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিজেইউএস প্রতি বছরই এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ১:১৮:৩৭   ১১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা
মুগ ডাল চাষে সফলতার মুখ দেখলেন ছাদেক মিয়া
ভোলায় কৃষকদের মাঝে নববর্ষের উপহার হিসাবে বিনামূল্যে সার ও বীজ বিতরন
ভোলায় জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
লালমোহনে সয়াবিন চাষে ঝুঁকছেন কৃষকরা
চরফ্যাশনের ১২ হাজার কৃষক পেলে বিনামূল্যে বীজ ও সার
ভোলার বাজারে শেষ সময়ে কেনাকাটার ধুম, দেশি পণ্যের চাহিদা বেশি
কৃষকের তরমুজের দাম নির্ধারণ করেন পাইকারি আড়তদার
ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল
ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন



আর্কাইভ