চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি, নিখোঁজ ১

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি, নিখোঁজ ১
রবিবার, ২৩ মার্চ ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকায় ঘুমন্ত মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক জেলে নিখোঁজের দুইদিনেও উদ্ধার হয়নি। শুক্রবার (২১ মার্চ) বিকালে তেঁতুলিয়া নদীর চরমানিকা ৩নং ওয়ার্ড সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এদূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করলেও দুইদিনেও হদিস মেলেনি নিখোঁজ জেলের। নিখোঁজ জেলে নজরুল ইসলাম নজরুল নগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে।

শনিবার এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে বলে ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে।

স্থানীয় জেলেরা জানান, নদীতে জাল পেতে জেলে নজরুল নৌকায় ঘুমাচ্ছিলেন। এসময় একটি বালুভর্তি বাল্কহেড তার নৌকায় ধাক্কা দিলে জেলে নজরুলসহ নৌকাটি নদীতে ডুবে যায়। পরে জেলেরা ডুবন্ত নৌকাটি তাৎক্ষনিক উদ্ধার করতে সক্ষম হলেও জেলে নজরুলকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিরসের উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযানে গেলেও গত দুই দিনে সন্ধান মেলেনি নিখোঁজ জেলের।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, নদীতে নিখোঁজ জেলে জাল ফেলে ওই নৌকায় ঘুমাচ্ছিলো। বালুভর্তি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে নৌকা ডুবে জেলে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিলেও দুই দিনে তার সন্ধান মেলেনি। তবে তেঁতুলিয়ার ওই স্থানটি তিনটি নদীর মোহনা হওয়ার উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।

দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, আল মদিনা নামের বল্কহেডটি আটক করে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ জেলেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১:১৭:৫২   ১১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
চরফ্যাশন সড়কে পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্মারকলিপি পেশ
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্ত না থাকায় ভোগান্তি
বসত বাড়ি থেকে দিনমজুর পরিবারকে উৎখাতের চেষ্টা
৬৫ দিনের নিষেধাজ্ঞা কমিয়ে ৫৮ দিন, খুশি জেলেরা
চরফ্যাশনে পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে শিক্ষককের কারাদন্ড
মুগ ডাল চাষে সফলতার মুখ দেখলেন ছাদেক মিয়া
চরফ্যাশনে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হামলায় আহত ৫
চরফ্যাশনে সাফল্যের সাথে অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
‘নির্বাচন শেষে ইউনূসকে যেন ফুল দিয়ে বিদায় জানাতি পারি’: আযম খান



আর্কাইভ