ভোলায় মানবতার দুয়ারে ইফতার সামগ্রী বিতরণ

প্রচ্ছদ » জেলা » ভোলায় মানবতার দুয়ারে ইফতার সামগ্রী বিতরণ
রবিবার, ২৩ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

“আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান” এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন (বিবা)”। মানবতার দুয়ার”নামক প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে মানবতার সেবায়। এর আয়োজনে মানবতার দুয়ার থেকে শুক্রবার (২১ মার্চ) সকাল ১১টায় দরিদ্র অসহায় নারী-পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভোকেশনাল রোডে অবস্থিত মানবতার দুয়ারে বিত্তবানদের সহযোগিতায় ২০০ পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ মহতী উদ্যোগকে উৎসাহ দিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী স¤পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, দৈনিক অমৃতালোকের স¤পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন, ক্রীড়া সংগঠক মোঃ জাহিদ ইকবাল আলমাস। বিবার নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ আজিজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক মোস্তফা কামাল, এনজিও কর্মকর্তা আমিনুল ইসলাম,সাংবাদিক বশিরুল্লাহ, শিক্ষক শাখাওয়াত হোসেন প্রমুখ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন ভালো কাজ করতে গেলে বিভিন্ন বাধা বিপত্বি আসতেই পারে কিন্তু থেমে থাকা যাবেনা।আমি এসে অভি ভুত। আমি আছি এ প্রতিষ্ঠানের সাথে ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

এই পবিত্র মাহে রমজানে মানবতার দুয়ারে ইফতার সামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। তারা আনন্দের সাথে বলেন, আজকে রমজানের এই জুমার দিনে আমাদেরকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। আমরা অনেক খুশি। যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য প্রতি শুক্রবার এখানে পবিত্র কুরআন শিক্ষার ক্লাস শেষে বিত্তবানদের সহযোগিতায় অসহায়দের হাতে সাধ্যমত চাল, ঢাল, সবজি, কাপড় চোপর তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১:১৫:৫১   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা
মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্ত না থাকায় ভোগান্তি
ভোলায় ধ্বংস করা হয়েছে ৯ কোটি টাকার ইয়াবা
ভোলায় ৫০ নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ
গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’
দাবি আদায়ে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধে তীব্র যানজট
মনপুরায় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়



আর্কাইভ