সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: ভোলায় ইশরাক হোসেন

প্রচ্ছদ » জাতীয় » সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: ভোলায় ইশরাক হোসেন
শনিবার, ২২ মার্চ ২০২৫



আদিল হোসেন তপু ॥

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির কবর গত ৫ আগস্ট রচনা হয়ে গেছে। যেটা মৃত সেটা নিষিদ্ধ করার কিছু নেই। নিষিদ্ধ হয়েই সে কবরে গিয়েছে বলে মন্তব্য করেন। শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণে দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, এই বাংলাদেশ রাজনীতিতে খুনি হাসিনার ও তার দলের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার থাকতে পারেনা। আওয়ামী লীগ কে যদি কেউ পুর্নবাসনের চেষ্টা করে তাহলে আমরা সর্বশক্তি দিয়ে রুখে দিবো।

তিনি আরো বলেন, বর্তমানের অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে তাদের বিচার যেন তরান্বিত করে হউক।

এসময় ইশরাক হোসেন বলেন, সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ সেটা মেনে নেবে না।

একটা কুচক্র রয়েছে সরকারের ভিতরে এবং বাহিরে থেকে বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। যাতে আগামী নির্বাচনে বিএনপির জনসমর্থন কমাতে পারে ও নির্বাচন যেন বিলম্বিত হয়।

বিএনপি’র প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আগামী নির্বাচনকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জনগণের সমর্থন ও মনকে জয় করে তাদের ভোট নিয়ে আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে।

---

ইশরাক হোসেন আরো বলেন, আমরা যখন নির্বাচনের কথা বলি তার মানে আমরা সংস্কার চাই না। সংস্কার কথা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমনা ৩১ দফার মধ্যে দিয়ে দিয়েছে। সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপির ধারাই সম্ভব বলে তিনি জানান। সংস্কারের নামে কেউ নির্বাচন বিলম্বিত করতে চাইলে তা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, দেশে আন্দোলন হয়েছিল গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, আর গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে ভোটাধিকার। যারা সংবিধান মুছে ফেলতে চায়, তারা সফল হবে না। আদর্শিক রাজনীতি করতে হবে এবং কোনো ধরনের ভেদাভেদ সৃষ্টি করা যাবে না।

এসময় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাউসুল আলম, সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, ঢাকা বার সমিতির এ্যাডভোকেট জুয়েল খানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:৫৬:২৯   ২৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতির মাধ্যমে শেষ হলো ‘মার্চ ফর গাজা’
‘নির্বাচন শেষে ইউনূসকে যেন ফুল দিয়ে বিদায় জানাতি পারি’: আযম খান
সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: ভোলায় ইশরাক হোসেন
ভোলায় পাঁচটি কূপ থেকে গ্যাস অনুসন্ধান করবে রাশিয়া
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণ করতে হাইকোর্টের নির্দেশ
ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা
৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন তারেক রহমান-মামুন
‘শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা’: মির্জা ফখরুল
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারো গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই



আর্কাইভ