ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুধবার, ১৯ মার্চ ২০২৫



---

আল আমিন ॥

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার মিডিয়া বিভাগের আয়োজনে বুধবার (১৯ ই মার্চ) বিকেলে ভোলা প্রেসক্লাবে জাতির বিবেক সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মিডিয়া সম্পাদক মো. আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা জেলা সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, এনটিভি প্রতিনিধি মো. আফজাল হোসেন, ভোলার বাণী পত্রিকার সম্পাদক মো. মাকসুদুর রহমান, মানবজমিন পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম, আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইউনুস শরীফ, যমুনা টেলিভিশন প্রতিনিধি জুয়েল শাহা, সাংবাদিক এইচ এম জাকির হোসেন, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, দেশ টিভি প্রতিনিধি ছোটন শাহা, বার্তা বাজার প্রতিনিধি বেলাল নাফিজ, দৈনিক আজকের ভোলা পত্রিকার প্রতিনিধি আল আমিন। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, বাংলাদেশকে যদি সত্যিকারের কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে সৎ ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রয়োজন সত্যিকারের ন্যায়ভিত্তিক নেতৃত্ব, যেখানে আইনের শাসন, নৈতিকতা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ইফতার মাহফিলে সাংবাদিকদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩০:২৮   ১০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা
মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্ত না থাকায় ভোগান্তি
ভোলায় ধ্বংস করা হয়েছে ৯ কোটি টাকার ইয়াবা
ভোলায় ৫০ নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ
গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’
দাবি আদায়ে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধে তীব্র যানজট
মনপুরায় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়



আর্কাইভ