
আজকের ভোলা রিপোর্ট ॥
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ভোলা সদর উপজেলার আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে ইউ,আর,সি ইনস্ট্রাক্টর এইচ,এম, তারিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে সমিতির সভাপতি মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু তাহের ও এজাজুল হক। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্প্রতি এক সরকারি আদেশে তারিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলায় বদলি হন।
বাংলাদেশ সময়: ২৩:২৮:৫৬ ১৫৩ বার পঠিত