
আবির হোসাইন, দৌলতখান ॥
ভোলার দৌলতখান উপজেলার সরকারি ভবনের সামনে মটর সাইকেল রাখা নিয়ে, বদলি হয়ে আশা, শিক্ষা অফিসার আওয়ামী সরকারের দালাল মাসুদ করিমের হামলায় গু রুতর আহত দৈনিক আলোকিত সকালের সাংবাদিক রাশেদ খান। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে আসা এই শিক্ষা অফিসার উপজেলার ভিতর সরকারি প্রশাসনিক ভবনের সামনে মোটরসাইকেল রাখা কেন্দ্র করে অকথ্য বাসায় গালাগাল করে তেরে এসে সন্ত্রাসী কায়দায় সাংবাদিককে মারধর করে। সাংবাদিক অজ্ঞান হয়ে পড়লে তাকে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়। এই বিতর্কিত শিক্ষা অফিসার দুর্নীতির দায় মাদারীপুর থেকে বদলি হয়ে খুনি হাসিনার এজেন্ডরা বাস্তবায়নের কার্যক্রম দৌলতখানে প্রসারিত করার চেষ্টা করতেছে। গণমাধ্যম কর্মীদের দাবি হাসিনার দালাল দুর্নীতিগ্রস্ত মাসুদ করিমকে অবিলম্বে শিক্ষা অফিসারের পথ থেকে অপসারণ করা হোক।
বাংলাদেশ সময়: ২৩:২৭:৫৮ ৩৭৩ বার পঠিত