আবার চালু অবৈধ ইটভাটা

প্রচ্ছদ » অপরাধ » আবার চালু অবৈধ ইটভাটা
বুধবার, ১৯ মার্চ ২০২৫



---

বিশেষ প্রতিনিধি ॥

ভোলা জেলায় ১০৯টি ইটিভাটা রয়েছে। এর মধ্যে ২৭টির বৈধ কাগজপত্র নেই। এসব ভাটায় মাটি কেটে ড্রাম চিমনি ও সাধারণ মানের চুল্লিতে কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। এর পরও নানা কারণে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না।

১৭ মার্চ থেকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পাঁচ বিভাগের সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ভোলা জেলাসহ বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। এর পর আবার চালু করা হয়েছে অবৈধ ইটভাটাগুলো। নীতিমালা অমান্য করে অধিকাংশ ভাটায় চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। ভ্রাম্যমাণ আদালত মোটা অঙ্কের জরিমানা ও ভাটা ভেঙে দিয়েও দমিয়ে রাখতে পারছেন না।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৫ মার্চ চরফ্যাসনের মাদরাজ এলাকায় মেসার্স ক্রাউন ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সততা, আনিশা, সরমান, এ আলী ও মধুমতি ব্রিকসের মালিককে ২৯ লাখ টাকা জরিমানা করে কাঁচা ইট, স-মিল ও চিমনি ভেঙে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এসব অবৈধ ইভাটার। এর আগে সদর উপজেলার রূপালী ব্রিকস, ফাইভ স্টার, পান্না, বাঘা ও গাজী ব্রিকসকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এর একদিন পর ৭ মার্চ ক্রাউন ব্রিকস কর্তৃপক্ষ নতুন চিমনি বসিয়ে কাঠ দিয়ে ইট পোড়ানো শুরু করে। ভেঙে ফেলা স-মিল মেরামত করে কাঠ চেরাইয়ের কাজ চলছে। শ্রমিকরা ব্যস্ত ইট তৈরির কাজে। একইভাবে মেরামত কাজ চলছে সততা ব্রিকসে। চরফ্যাসনের চর নুরুল আমিন গ্রামে কৃষি জমিতে উপজেলা ছাত্রলীগ সাধারণ স¤পাদক আল আমিন মুন্সি অবৈধভবে করা ‘পদ্মা-২’ নামের ইটভাটা গড়ে তোলেন। ৫ আগস্টের পর সাবেক ইউপি সদস্য মোরশেদ আলম সেখানে ‘ঢাকা ব্রিকস’ নামে নতুন সাইনবোর্ড টানিয়ে কাঠ পোড়ানো অব্যাহত রাখেন। একই গ্রামের তেঁতুলিয়া ব্রিকসেও কাঠ পোড়ানো অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মেসার্স ক্রাউন ব্রিকসের ম্যানেজার মো. বাচ্চু জানান, ভাটাটি তারা জিকজ্যাকে বাস্তবায়ন করবেন। তাই প্রাথমিক কাজের জন্য কিছু ইট পোড়ানো হচ্ছে। সততা ব্রিকসের মালিক নুরে আলমের ভাষ্য, চলতি মৌসুমে ভাটা চালু করেছেন। লাইসেন্সের জন্য কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিয়েছেন।

আইন অমান্য করা ইটভাটা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। জেলা প্রশাসক আজাদ জাহান জানান, অবৈধ ইটভাটার চিমনিসহ অন্যান্য উপকরণ ভেঙে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এর পরও যারা নতুন করে ভাটা চালুর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১:৩৯:৪৯   ১৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
চরফ্যাশন সড়কে পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্মারকলিপি পেশ
সম্পদ লঞ্চকে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীরা!
বসত বাড়ি থেকে দিনমজুর পরিবারকে উৎখাতের চেষ্টা
ভোলায় ধ্বংস করা হয়েছে ৯ কোটি টাকার ইয়াবা
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর বাড়িঘর ভাঙচুর, লুটপাট আতঙ্কে রয়েছে এলাকাবাসী
দুই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
চরফ্যাশনে পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে শিক্ষককের কারাদন্ড
দৌলতখানের চর বৈরাগিয়া মৌজায় ভুয়া খতিয়ান খুলে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে ধর্ষক ওমর কাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও গণমিছিল



আর্কাইভ