
চরফ্যাশন প্রতিনিধি ॥
কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমুলক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট ফান্ড বাংলাদেশের ডিজাস্টার রিক্স ফাইনান্সিংয়ের সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে সভায় জানানো হয়। সোমবার বেলা ১১টায় উপজেলা হল রুমে নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়েছে। কোস্ট ফাউন্ডেশন, ভোলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগমের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রকল্পের সমন্বয়কারী খোকন চন্দ্র শীল এবং প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মোঃ ইকবাল উদ্দিন। তিনি বলেন প্রকল্পের কর্ম এলাকা হলো চরফ্যাশন উপজেলার নজরুলনগর ও মুজিব নগর ইউনিয়ন। প্রকল্পের বাজেট ৩৮ লক্ষ্য টাকা। প্রকল্পের আওতায় ১৫টি সাক্লোন সেল্টারে রিপেয়ারিং ও মেইন্টেনেস এর কাজ, ওয়াটার ও স্যানিটেশনের সুবিধাগুলি নিশ্চিত করা, বিশুদ্ধ পানি সররাহের জন্য রিজার্ভ পানির ট্যাংকি ও ফিল্টারের ব্যবস্থা করা, আলোর সল্পতা দূর করার জন্য সাইক্লোন সেল্টারগুলোতে সোলার লাইটের ব্যবস্থা করা হবে।
সেল্টারগুলোতে স্ট্রেচার, মাইক, ফার্স্ট এইড বক্স ও জরুরি বার্তা সার্বক্ষণিক প্রচারের জন্য সোলার রেডিও এর ব্যবস্থা করা হবে। এছাড়াও দুর্যোগের সময় যাতে মানুষ নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসতে পারে এ জন্য আশ্রয় কেন্দ্রের যোগাযোগ সড়কগুলো মেরামত করা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, মুজিবনগর ইউনিয়নের অসিম উদ্দিন এবং নজরুলনগর ইউনিয়নের জুয়েল মিধি, মেরিন ফিশারিস কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম, ফাতেমা-মতিন মহিলা কলেজের প্রভাষক ফারজানা আফরোজ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন বসাক প্রেসক্লাব সভাপতি শিপু ফরাজী, সাধারণ স¤পাদক দুলাল ও সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোস্ট ফাউন্ডেশন দুর্যোগে সবসময় মানুষের পাশে আছে এবং পাশে থাকে। আগামী এপ্রিল-মে, অক্টোবর ও নভেম্বর দুর্যোগের মাস। এর পূর্বেই কর্ম এলাকার আশ্রয় কেন্দ্রগুলোকে ব্যবহার উপযোগী করে প্রস্তুত রাখতে। সড়ক মেরামতের পাশাপাশি ছোট ব্রীজ বা কার্লভার্ট কোথাও কোথাও নির্মাণ জরুরী হয়ে পরে। কোস্ট ফাউন্ডেশন সেখানে কিভাবে সহায়তা করতে পারে তার জন্য তারা সুপারিশ করেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, কোথাও কাজ করতে গিয়ে যদি কোন ধরণের সহায়তা প্রয়োজন হয়, তার বিভাগ থেকে যতটুকু সম্ভব তারা করবেন। উপজেলা নির্বাহী কর্মকতা মিথি বলেন, কোস্ট ফাউন্ডেশন দুর্যোগ মোকাবেলায় সব সময় অগ্রণী ভূমিকা রাখে। এবারেও দুর্যোগে তারা পূর্ব প্রস্তুতি নিয়েছে। উপজেলা প্রশাসন মানুষের ঝুঁকি মোকাবেলায় সদা তৎপড়। কোস্ট ফাউন্ডেশনের এই ঝুঁকি রোধ প্রকল্প বাস্তবায়নে আমরা সদা তাদের পাশে আছি।
বাংলাদেশ সময়: ২৩:১৬:০৫ ৮৫ বার পঠিত