চরফ্যাশনে মসজিদে মুখ-হাত বেঁধে শিশুকে বলাৎকার, যুবক গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে মসজিদে মুখ-হাত বেঁধে শিশুকে বলাৎকার, যুবক গ্রেপ্তার
সোমবার, ১৭ মার্চ ২০২৫



---

তানজিল হোসেন ॥

ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ভোলার চরফ্যাশন খাসমহল জামে মসজিদের তৃতীয় তলায় ১০ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় তালহা (১৯) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আছাদুজ্জামান। গ্রেপ্তারকৃত তালহা চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতব্যাপী অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিচারের দাবিতে বলাৎকারের শিকার শিশুটির বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা করেছেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, গত ১৪ মার্চ রাতে মসজিদের সৌন্দর্য দেখানো ও মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে চরফ্যাশন খাসমহল মসজিদের তৃতীয় তলায় নিয়ে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটে। পর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত তালহাকে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অধিকতর তদন্তে এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি-না বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানতে পারব।

সংবাদ সম্মেলনে চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজ শেষে খাসমহল মসজিদে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। শিশুটির বাড়ি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা।

বাংলাদেশ সময়: ১৩:০৭:০৪   ৩১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় নগদ টাকা-স্বর্ণ অলংকারসহ গৃহবধু উধাও, মামলার হুমকি
ভোলায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক
ছেলের প্রতারণায় জমি হারালেন মা, ঘরে আগুন বিচার চান মনোয়ারা
চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার
চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ
মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ
ভোলা ও পাথরঘাটায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ৩ মাদক কারবারি আটক
ভোলায় গাঁজাসহ দুই কারবারীকে আটক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক



আর্কাইভ