
চরফ্যাশন প্রতিনিধি ॥
প্রান্তিক জেলেদের মাঝে গরু ৫০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মার্চ) বেলা ১২টায় চরফ্যাশন উপজেলা চত্বরে মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এ বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
এই সময় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শিপু ফরাজি। নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন ইলিশ স¤পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগ চরফ্যাশন উপজেলার প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার স্বরূপ উপজেলায় ৫০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, দেশেকে আজ বিশ্বদরবারে এগিয়ে নিতে সরা দেশের মত চরফ্যাশন উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন। অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ অভি, চরফ্যাশন প্রেসক্লাব যুগ্ম সাধারণ স¤পাদক মিজানুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি ও চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শিপু ফরাজি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন নিবন্ধিত জেলেকে ১টি করে বাছুর বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১০:৪৯:০৬ ৮৯ বার পঠিত