
চরফ্যাসন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন রিপোর্টাস ইউনিটির ইফতার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চরফ্যাসন দ্যা সাউদার্ন পোর্ট (রুফটপ) চাইনিজ রেস্টেুরেন্টে এ ইফতার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রিপোটার্স ইউনিটির সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান সিকদারের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও আমাদের বরিশাল পত্রিকার প্রতিনিধি মীর মোঃ ছায়েদ, চরফ্যাসন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও চরফ্যাসন রিপোর্টাস ইউনিটির উপদেষ্টা ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, সহ-সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজী, নয়া দিগন্ত প্রতিনিধি কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের এম আবু সিদ্দিক, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি সজিব শাহরিয়ার, রিপোর্টাস ইউনিটির নির্বাহী সদস্য যুগান্তর প্রতিনিধি এম আমির হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল মোল্লা, যুগ্ম-স¤পাদক ও প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, সাংগঠনিক স¤পাদক ও রুপালী বাংলাদেশ প্রতিনিধি আরিফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকতা দিয়ে সমাজের নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের অন্যায় অনিয়ম দূর্নীতি তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চরফ্যাসন রিপোর্টাস ইউনিটির সদস্যরা ও পেশার সম্মান রক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের মাধ্যমে দেশ জাতিকে আলোকিত করবেন। সভাটি সঞ্চলনা করেন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চরফ্যাসন রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও সুশিল সামাজের ব্যক্তিবর্গরা অংশ নেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো. খোরশেদ।
বাংলাদেশ সময়: ১০:৪৬:২৮ ৫০৪ বার পঠিত