
স্টাফ রিপোর্টার ॥
ভোলার দৌতখানের চরপাতা ইউনিয়নের বসতবাড়িতে হামলা, লুটপাট ভাংচুর করেছে প্রতিপক্ষরা। গত সোমবার (১০ মার্চ) চরপাতা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
অলিউল্লার পরিবার ও এলাকার লোকজন জানান, জমিজমার শত্রুতার জেরধরে একই এলাকার মৃত মোঃ মনির মেম্বারের ছেলে ছাব্বির তার দলবলসহ ধারাল অস্ত্রসস্ত্র ও লাঠিসোঠা নিয়ে মোঃ অলিউল্লার মেয়ে জোসনার বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটসহ রুজিনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তাছাড়া মোঃ অলিউল্লাহর ঘের থেকে কয়েক লাক্ষ টাকার, মাছ ও ঘেরের চারপাশে থাকা প্রায় ৩০০-৪০০ আম গাছ থেকে লক্ষাধিক টাকার আ সহ বিভিন্ন ফলমূল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, মো: অলিউল্লাহ প্রায় ২০ বছর পূর্বে বিভিন্ন মালিক সুত্রে প্রায় ৯৮ শতাংশ ফসলি জমি ক্রয় করেন। অক্লান্ত পরিশ্রম ও অনেক অর্থের ব্যয়ে মৎস্য ঘের ও ঘেরের চারপাশের আম বাগানসহ বিভিন্ন ফল ও সবজির চাষ করেন। তার পাশেই অলিউল্লার মেয়ে মোসাঃ রোজিনা বেগমকে তার স্বামীসহ থাকার জন্য একটি বসত ঘর তুলে দেন। অলিউল্লার ছেলে আরিফ ও মেয়ে রোজিনা বেগম জানায় তার পিতা মোঃ অলিউল্লাহ ব্যাবসাহিক কারণে চট্টগ্রাম থাকে তাই তারাই ঘেরটি দেখবাল করেন। ঘের মালিক অলিুল্লার পরিবারের পক্ষ থেকে জানা যায় তাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ লুটিয়ে নিয়েছে ছাব্বির ঘংরা। অলিউল্লার মেয়ে রোজিনা জানায়, তার স্বামী ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম থাকে, তাই ছোট ছোট বাচ্চাদের নিয়ে একা বাসায় সন্ত্রাসী ছাব্বির বাহিনীর আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
এ বিষয়ে মৃত মোঃ মনির মেম্বারের ছেলে মোঃ ছাব্বিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ভুক্তভুগী অলিউল্লার পরিবার জানান, উক্ত ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১০:৪৫:০২ ৯৯ বার পঠিত