ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



---

আল আমিন ॥

শ্রমিকদের বেতন-বোনাসের সাথে শ্রমিকের অধিকার যেমন জড়িত তেমনি রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নও জড়িত। কারণ বেতন-বোনাসের জন্য শ্রমিকদের ক্ষোভকে কাজে লাগিয়ে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। তাই ঈদের আগেই শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

বুধবার (১২ মার্চ) বিকেলে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার সংলগ্ন “ফুড ফ্যাক্টরী” রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয়) মাওলানা নজিবুল্লাহ সরকার।

জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখা সিনিয়র সহসভাপতি মাওলানা গোলাম মোর্শেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম সাঈফি, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা সভাপতি মাওলানা আবদুর রহমান চৌধুরী।

এসময় বক্তারা আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কুরআন নাজিলের মাসে কুরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই। দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সকল ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। খুন-ধর্ষণ অনেকাংশে বেড়ে গেছে। এমতাবস্থায় কঠোরহস্তে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। অপরাধ দমন করতে না পারলে দেশ ভয়াবহ পরিস্তিতির দিকে অগ্রসর হবে। শিশু ধর্ষকের শাস্তি দ্রুত ও প্রকাশ্যে হলে এই ধরণের অপরাধ বন্ধ হয়ে যেতো। কিন্তু আইনের দীর্ঘসূত্রিতার কারণে মাগুরায় আরো একটা শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো।

বাংলাদেশ সময়: ০:২৩:২৫   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিল
ভোলায় অকালেই ঝরে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী স্বপ্ন
ভোলায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম আউটসোসিং বাতিল করে রাজস্বকরণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার ইফতার মাহফিল
ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল
বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন
ভোলায় মানবতার দুয়ারে ইফতার সামগ্রী বিতরণ
ইলিশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: ভোলায় ইশরাক হোসেন



আর্কাইভ