ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



---

আল আমিন ॥

শ্রমিকদের বেতন-বোনাসের সাথে শ্রমিকের অধিকার যেমন জড়িত তেমনি রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নও জড়িত। কারণ বেতন-বোনাসের জন্য শ্রমিকদের ক্ষোভকে কাজে লাগিয়ে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। তাই ঈদের আগেই শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

বুধবার (১২ মার্চ) বিকেলে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার সংলগ্ন “ফুড ফ্যাক্টরী” রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয়) মাওলানা নজিবুল্লাহ সরকার।

জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখা সিনিয়র সহসভাপতি মাওলানা গোলাম মোর্শেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম সাঈফি, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা সভাপতি মাওলানা আবদুর রহমান চৌধুরী।

এসময় বক্তারা আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কুরআন নাজিলের মাসে কুরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই। দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সকল ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। খুন-ধর্ষণ অনেকাংশে বেড়ে গেছে। এমতাবস্থায় কঠোরহস্তে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। অপরাধ দমন করতে না পারলে দেশ ভয়াবহ পরিস্তিতির দিকে অগ্রসর হবে। শিশু ধর্ষকের শাস্তি দ্রুত ও প্রকাশ্যে হলে এই ধরণের অপরাধ বন্ধ হয়ে যেতো। কিন্তু আইনের দীর্ঘসূত্রিতার কারণে মাগুরায় আরো একটা শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো।

বাংলাদেশ সময়: ০:২৩:২৫   ২০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


শীঘ্রই ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না: ভোলাবাসী পাচ্ছে না গ্যাসের সংযোগ
ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে তেতুলিয়া নদী সাঁতরে ঢাকায় উদ্দেশ্য শিক্ষার্থীদের লং মার্চ
নির্বাচনের আগে গণভোটের দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ
ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা নির্মাণে সম্ভাব্যতা যাচাই, তিন উপদেষ্টার পরিদর্শন
ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ জন আটক, বিপুল পরিমাণ সিমেন্ট ও ইয়াবা জব্দ
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ভোলায় কোস্ট গার্ডের তারুণ্যের উৎসব জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
ভোলায় ভয়াল ১২ নভেম্বর স্মরণে আলোচনা সভা ও দোয়া মুনাজাত
ভোলায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা ও বরগুনায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক



আর্কাইভ