ভোটার হতে এসে রোহিঙ্গা দম্পতিসহ ২ সহযোগী আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোটার হতে এসে রোহিঙ্গা দম্পতিসহ ২ সহযোগী আটক
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে ভোটার হতে গিয়ে আটক হয়েছেন এক রোহিঙ্গা দম্পতি। এসময় তাদের সঙ্গ দেড় বছরের একটি শিশু সন্তান ছিল। বুধবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে তাদের দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটকরা হলেন, আব্দুল হালিম (৩২) ও তার স্ত্রী উম্মুল খায়ের (২৫)। তারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও তাদের দুই সহযোগী জুলফিকার আলী তার বোন ফাতেমার ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ২নম্বর ওয়ার্ডে বাসিন্দা।

চরপাতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন সবুজ জানান, সকাল থেকে চরপাতা ইউনিয়নের ভোটার হালনাগাদ ও নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছিল। দুপুরে ওই রোহিঙ্গা দ¤পতি তাদের একটি সন্তান নিয়ে দুই সহযোগীসহ ভোটা আইডি কার্ডের ছবি তুলতে আসেন। পরে রোহিঙ্গা স্বামী-স্ত্রীর কথা বার্তায় তার সন্দেহ হয়। পরে তিনি তাদের নাম ও কোন ওয়ার্ডের বাসিন্দা জানতে চাইলে তারা বলতে পারেনি। পরে তারা পুলিশকে খবর দেন। বিকেলের দিকে পুলিশ দুই সহযোগীসহ রোহিঙ্গা দ¤পতিকে থানায় নিয়ে যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে আমরা রোহিঙ্গা দম্পতি ও তাদের সহযোগীদের আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০:১৭:২৪   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনের পল্লীতে বসত ঘরে চুরির পর আগুন
মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ জনতার হাতে ৩ জন আটক
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, পলাতক স্বামীসহ পরিবার
বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে যুবলীগ সভাপতির বিরুদ্ধে মাদ্রাসার সাইনবোর্ড ভাংচুরের অভিযোগ
মনপুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার জানাজা শেষে দাফন
ডেলিভারি করানোর সময় প্রসূতির ওপর নির্যাতন, নবজাতকের মৃত্যু
বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
মনপুায় বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলা, ছাত্রদল নেতা নিহত



আর্কাইভ