ভোলায় ভিএসডিএফ’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ভিএসডিএফ’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



---

তানজিল হোসেন ॥

ভোলা সদর উপজেলার ১১নং ভেদুরিয়া বাজার চত্বরে সামাজিক সংগঠন “ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ) এর আয়োজনে ১৪০টি অসহায় পরিবারকে মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১১ ঘটিকার সময়।

বিশিষ্ট সমাজসেবক ও ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ) উপদেষ্টা মোঃ জাকির হোসেন তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সমাজে এখনো অসংখ্য মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে। আমাদের ফোরামের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ১১নং ভেদুরিয়া ইউনিয়নে ইফতার সামগ্রী উপহার দিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে ব্যাংকেরহাট চত্বরে এ অনুষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সামান্য উপহার দিতে পেরে আমরা খুবি আনন্দিত। এটাকে দান হিসেবে নয় এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের উপহার হিসেবে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানান এবং ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গকে মূল্যবান সময় দেওযার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান এই বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা।

ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ) এর সাধারণ সম্পাদক নিজামুদ্দিনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য আব্দুর রহমান বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো প্রতিটা সচ্ছল মানুষের দায়িত্ব। তিনি আর-ও বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষদেরকে সাহায্য করার অনুরোধ জানান।

ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফোরামের প্রধান উপদেষ্টা শাহ আলম মাষ্টার, সহ-সভাপতি হাজী ইব্রাহিম, এ ছাড়াও আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর থানা বিএনপির সদস্য সচিব হেলালউদ্দিন, সিরাজ মাষ্টার ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন সহ অত্র এলকার ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ০:১৬:১৮   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিল
ভোলায় অকালেই ঝরে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী স্বপ্ন
ভোলায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম আউটসোসিং বাতিল করে রাজস্বকরণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার ইফতার মাহফিল
ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল
বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
ভোলায় এক্সিম ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন
ভোলায় মানবতার দুয়ারে ইফতার সামগ্রী বিতরণ
ইলিশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: ভোলায় ইশরাক হোসেন



আর্কাইভ