বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুধবার, ১২ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সদর উপজেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোলার চিলি চাইনিজে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সদর উপজেলার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অফিসার মোঃ রুহুল আমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ড. এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খালেদা খানম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জেলার সভাপতি দিলিপ কুমার মন্ডল, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, দৈনিক কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ প্রমুখ।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সদর উপজেলার সহসভাপতি মনির সাজওয়াল এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সদর উপজেলার সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন বাহার, সাহিদা আক্তার সুমনা, সাধারণ সম্পাদক আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মাহাফুজুর রহমান, দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এম শাহরিয়ার ঝিলনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন, হোসাইনিয়া প্রি-ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন।

এসময় শিক্ষক নেতারা তাদের প্রাপ্ত ১০ম গ্রেডসহ বিভিন্ন দাবীগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০:২৮:৪৪   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ॥ সেল কাউন্টারের অভাবে চরম দুর্ভোগ
মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ জনতার হাতে ৩ জন আটক
ভোলায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম আউটসোসিং বাতিল করে রাজস্বকরণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার ইফতার মাহফিল
ভোলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে জিজেইউএস’র দোয়া ও ইফতার মাহফিল
চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি, নিখোঁজ ১
ভোলায় মানবতার দুয়ারে ইফতার সামগ্রী বিতরণ
ভোলায় তরমুজের বাম্পার ফলনে ব্যাপক লাভের আশা কৃষকের
ভোলার সাংবাদিকদের সম্মানে নিজাম হাসিনা ফাউন্ডেশনের ইফতার মাহফিল



আর্কাইভ