চরফ্যাশনে সিএইচসিপির বেতন-ভাতা বন্ধ ॥ চোখের জ্বলে কাগজ ভিজছে

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে সিএইচসিপির বেতন-ভাতা বন্ধ ॥ চোখের জ্বলে কাগজ ভিজছে
বুধবার, ১২ মার্চ ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

কঠোর তদারকি এবং নিয়মিত হাজিরা বেতন-ভাতা না পেয়ে দুঃখ কষ্টে জীবন যাপন করছে চরফ্যাশন কমিউনিটি হেলথ কেয়ার সিএইচসিপি’রা। ভোলার প্রত্যান্ত গ্রাম পর্যায়ে মা ও শিশুসহ সব বয়সী রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবায় দিচ্ছে কমিউনিটি ক্লিনিক আর দীর্ঘ নয় মাস ধরে বেতন বন্ধ থাকায় তাদের দুঃখ কষ্টের আর শেষ নেই।

গ্রামের অসহায় দারিদ্র মানুষ এখান থেকে প্রায় ২৬/২৭ প্রকার ওষুধ বিনামূল্যে রোগীদেরকে দেওয়া হয়। সল্প আয়ের মানুষ এই সেবা পেয়ে খুবই খুশি। কিন্তু দীর্ঘ ৯ মাস তাদের এই চিকিৎসকদের দুঃখ এবং দুর্দশার কথা শুনে সেবাগ্রহীতার দ্রুত বেতন-ভাতা চালুর দাবী করছেন।

এওয়াজপুর কমিউনিটি হেলথ কেয়ার সিএইচসিপি নাদিরা খানম, আসলামপুরের নাছিমা বেগম বলেন, যাতায়াত ভাড়া দিয়ে নিয়মিত ক্লিনিকে গিয়ে রোগীদেরকে সেবা দিচ্ছি। বেতন না পেয়ে দুঃখ কষ্টে জীবন-যাপন কাটাতে হচ্ছে আমাদের। সরকারের কাছে দ্রুত বেতন- ভাতা চালু করার দাবী করছি।

আসলামপুর গ্রামের তামান্না বলেন, আমরা একটু অসুখ হলে বাড়ির পাশে ক্লিনিকে যাই, আপা দেখে বেশ কিছু ওষুধ দিয়ে দেয়, কোন টাকা লাগে না। আমাদের ব্যাপক উপকার হয়। বেতন না দেয়ার কারণে যেকোন মুহুর্তে তারা ক্লিনিকে আসা বন্ধ করে দিলে আমরা চিকিৎসার আভাবে দুখে দুখে মরতে হবে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ও কমিউনিটি ক্লিনিক তদারকি কর্মকর্তা ডাঃ শোভন বসাক বলেন, নয় মাস ধরে বেতন বন্ধ, বেতন-ভাতার বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তবে আশা করি শীঘ্রই পাবে। যারা বেতনের অযুহতে নিয়মিত উপস্থিত থাকবে না বা কমিউনিটি ক্লিনিকে সেবা দিবে না, বেতন ছাড়লে সেখান থেকে বেতন কর্তন করা হবে। সুপারভিশনে ঢাকার একটি টিমও কাজ করছে। এ উপজেলা ৬৬টি হেলথ কেয়ার সিএইচসিপিরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন।

ভোলা সিভিল সার্জন কার্যালয় বলছে, গত বছরের জুলাই থেকে সিএইচসিপিদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। কেবল ভোলা-চরফ্যাশন নয়, সারা দেশে ১৮ হাজার হেলথ কেয়ার প্রোভাইডারের বেতনও বন্ধ রয়েছে। হতাশার কিছুই নেই পাবে।

বাংলাদেশ সময়: ০:২৭:৪৯   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনের পল্লীতে বসত ঘরে চুরির পর আগুন
মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ জনতার হাতে ৩ জন আটক
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, পলাতক স্বামীসহ পরিবার
বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে যুবলীগ সভাপতির বিরুদ্ধে মাদ্রাসার সাইনবোর্ড ভাংচুরের অভিযোগ
মনপুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার জানাজা শেষে দাফন
ডেলিভারি করানোর সময় প্রসূতির ওপর নির্যাতন, নবজাতকের মৃত্যু
বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
মনপুায় বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলা, ছাত্রদল নেতা নিহত



আর্কাইভ