
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
মঙ্গলবার ১১ মার্চ মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার কারণে দেউলা ইউনিয়নের আমিন ব্রিকস (এএন) এবং কাচিয়া ইউনিয়নের রাকিব ব্রিকস ও এফএম ব্রিকস নামক তিন ইটভাটা কে পাঁচ লাখ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান।
এ সময় আমিন ব্রিকস (এএন) ইটভাটা কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং অনুমতি ব্যতীত কৃষি জমির মাটি ব্যবহারের দায়ে সজল আহমেদ (২৬) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা এবং অনুমতি ব্যতীত ইটের কাঁচামাল হিসেবে কৃষি জমির মাটি ব্যবহার করায় রাকিব ব্রিকসের স্বত্বাধিকারী বেলায়েত হোসেন (৬৫) এবং এফএম ব্রিকসের স্বত্বাধিকারী আবুল হোসেন (৫৫) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের সংশ্লিষ্ট ধারায় এক লাখ ৮০ হাজার টাকা ও এক লাখ টাকা জরিমানা করা হয় এবং এফ এম ব্রিকস ও রাকিব ব্রিকসের প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রায়হানুজ্জামান বলেন, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সময়: ০:২৫:০৯ ১৩৫ বার পঠিত