চরফ্যাশনে বাড়ির গাছকেটে জোড়পূর্বক জমি দখল করে ওয়াল বাউন্ডারি নির্মাণ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে বাড়ির গাছকেটে জোড়পূর্বক জমি দখল করে ওয়াল বাউন্ডারি নির্মাণ
বুধবার, ১২ মার্চ ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি॥

চরফ্যাশন ওমরপুর ইউনিয়নের জব্বার চকিদার বাড়ির জমি জোড়পূর্বক দখল করে ওয়ালবাউন্ডারি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১১ মার্চ) ঘটনাস্থলে গিয়ে সততার প্রমাণ পাওয়া যায়।

জানা গেছে, ওমরপুর ৭নং ওয়ার্ড দিল মোহাম্মদ রতনের বসতঘরের বাড়িন্দা ভেঙ্গে এবং গাছকেটে একই বাড়ির আলাউদ্দিন, আব্বাস, সিরাজগংরা জোড়পূর্বক দখল করে ওয়ালবাউন্ডারি নির্মাণ করছে। এব্যাপারে অভিযোগকারী রতনসহ তার ছেলে সন্তানেরা প্রতিপক্ষকে বাঁধা দিলে প্রতিপক্ষ আলাউদ্দিন গংরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে দফায় দফায় মারধর করে। এব্যাপারে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের ভুইয়া বলেন, উভয়পক্ষ স্বাক্ষরিত অঙ্গিকার নামায় বলা হয়েছে বিরোধপূর্ণ জমির চুড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত কেউ বিরোধীয় সম্পত্তিতে কোন পক্ষই দখল করতে পারবে না। কিন্তু চুড়ান্ত ফয়সালার আগেই আলাউদ্দিন গংরা জোড়পূর্বক বিরোধপূর্ণ জমির গাছকেটে এবং বসতঘরের বারান্দা ভেঙ্গে ওয়াল বাউন্ডারি টানা ঠিক হয়নি।

অভিযোগকারী দিল মোহাম্মদ রতন বলেন, আলাউদ্দিন গংরা জোড়পূর্বক আমার জমি থেকে গাছ কেটে এবং বসতঘরের দক্ষিন পাশের বারিন্দা ভেঙ্গে ওয়াল বাউন্ডারি নির্মাণ করছে। আমি প্রশাসনের কাছে সুস্থ সঠিক বিচারের দাবী করছি।

অভিযুক্ত আলাউদ্দিন বলেন,আমাদের ক্রয় করা জমিতে আমরা ওয়াল বাউন্ডারি নির্মাণ করছি।

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ইতিপূর্বে অভিযোগের প্রেক্ষিতে বিরোধীপূর্ণ জমিতে ফয়সালা না হওয়া পর্যন্ত উভয় পক্ষ কোন কাজ করতে পারবে না বলে বলা হয়েছে। বিরোধপূর্ণ জমিতে ওয়ালবাউন্ডারি টানার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে যাবে।

বাংলাদেশ সময়: ০:২১:৩০   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনের পল্লীতে বসত ঘরে চুরির পর আগুন
মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ জনতার হাতে ৩ জন আটক
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, পলাতক স্বামীসহ পরিবার
বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে যুবলীগ সভাপতির বিরুদ্ধে মাদ্রাসার সাইনবোর্ড ভাংচুরের অভিযোগ
মনপুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার জানাজা শেষে দাফন
ডেলিভারি করানোর সময় প্রসূতির ওপর নির্যাতন, নবজাতকের মৃত্যু
বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
মনপুায় বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলা, ছাত্রদল নেতা নিহত



আর্কাইভ